|

ঈশ্বরগঞ্জে ২ শতাধিক ফার্মেসি বন্ধ রোগীদের দুর্ভোগ

প্রকাশিতঃ 8:28 pm | January 16, 2018

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভোক্তা অধিকার আইনে ওষুধের দোকানে জরিমানা করায় ২ শতাধিক  ওষুধ ব্যবসায়ী তাদের দোকান পাঠ বন্ধ করে দিয়েছেন। এতে রোগীরা ওষুধ কিনতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন।

ফার্মেসিগুলো বন্ধ থাকায় বাহির থেকে  রোগীরা ওষুধ কিনতে না পারায় ঈশ্বরগঞ্জ হাসপাতাল থেকে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। মঙ্গলবার বিকালে ময়মনসিংহের ভোক্তা অধিকার আইনের সহকারী পরিচালক শাহ্‌ আলমের নেতৃত্বে ঈশ্বরগঞ্জে গঙ্গাময়ী ফার্মেসিতে এক অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও ডাক্তারদের দেয়া ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় ওই ফার্মেসিতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলা কালীন সময়ে উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতির সাথে কর্মকর্তাদের কথা কাটাকাটি হয়। স্থানীয় ওষুধ সমিতির ব্যবসায়ীরা অভিযোগ করে জানান অবৈধ ভাবে এধরনের অভিযান চালানো হয়েছে। তাৎক্ষনিক তারা  এর প্রতিবাদ জানিয়ে উপজেলার সকল ওষুধের দোকান বন্ধ করে দেন। ওষুধের দোকান বন্ধ করায় হাসপাতাল সহ এলাকার রোগীরা ওষুধ কিনতে না পারায় চরম বিপাকে পড়েছে। এব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক শাহ্‌ আলম জানান, ঈশ্বরগঞ্জে মঙ্গলবার একটি বেকারী ৩ টি মিষ্টির দোকান ও একটি ফার্মেসিতে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সন্ধায় সাড়ে সাতটায় ঈশ্বরগঞ্জ ডাকবাংলা  চত্বরে ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন কুমার দেবনাথের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওষুধ ব্যবসায়ীরা  সিদ্ধান্ত নেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে এ ঘটনার কোন সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকানপাঠ বন্ধ থাকবে।

ঈশ্বরগঞ্জে ২ শতাধিক ফার্মেসি বন্ধ রোগীদের দুর্ভোগ-Aporadh-Barta

ঈশ্বরগঞ্জে ২ শতাধিক ফার্মেসি বন্ধ রোগীদের দুর্ভোগ-Aporadh-Barta