|

তাহেরপুরে মারপিট ও চুরির অভিযোগে নারী গ্রেফতার

প্রকাশিতঃ ৩:৪২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৮, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা এলাকায় মারপিট ও চুরির অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারীর নাম আরিফা বেগম (৩৫)। সে পৌরসভার ১নং ওয়ার্ড ভাবনপুর মহল্লার আব্দুল মকিম মন্ডলের স্ত্রী।

তার বিরুদ্ধে মারপিট ও চুরির অভিযোগে সেলিম নামের এক যুবক থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় তাকে গতকাল শনিবার সকালে গ্রেফতার করা হয়।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাগেছে,গত বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে পৌরসভার ভাবনপুর মহল্লার আব্দুল মকিম মন্ডলকে তুচছ ঘটনাকে কেন্দ্র করে তার স্ত্রী আরিফা বেগম ও ছেলে আশিক লোকালয়ে ব্যাপক মারপিট শুরু করে। এবং তাদের মারপিটে মকিম চিৎকার দিলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে মকিমকে উদ্ধার করতে গেলে আরিফা বেগম ও ছেলে আশিকের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়।

এসময় আরিফা বেগম ও তার ছেলে যুবায়ের মোবাইল ফোনে পৌরসভার ২নং ওয়ার্ড় চকিরপাড়া মহল্লার বেশকেছু বন্ধুকে ডেকে নেন। পরে ওই সকল বন্ধরা একত্র হয়ে একই মহল্লার মুত রাজ্জাক প্রামানিকের ছেলে সেলিম প্রামানিকে লোয়ার রড,লাঠি সোটা দিয়ে বেদম মারপিট করে গুরুতর জখম করে। পরে আরিফা বেগম ও ছেলে আশিকের লোকজন আহত সেলিমের বড় ভাই ভুট্রর বাড়িতে প্রবেশ করে সেখানে ঘরে হামলা চালিয়ে লুটপাট শুরু করে।

এ সময় তারা ঘরের আসবাবপত্র ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসি চকিরপাড়া মহল্লার সাইদুর ওরুপে সাইয়েদ এর পুত্র যুবায়ের (২২) নামের এক যুবকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবায়েরকে গ্রেফতার করে এবং এলাকাবাসির সহযোগিতায় আহত সেলিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করান।

ভুট্র জানান, আরিফা ও তার ছেলে আশিকের সন্ত্রাসী বাহিনী পিস্তল,রামদা,হাসুয়া ও লাটি সোটা নিয়ে আমার ছোট ভাই সেলিম ও আমানের ওপর হামলা চালায়। এবং তারা তার বাড়ি ঘরে হামলা করে নগদ ৫৩ হাজার ৭শ’ টাকা ও দুই লক্ষ টাকার স্বর্ণালংকার লুট হয়ে যায় বলে থানার মামলায় উল্লেখ্য করা হয়।

এছাড়া আরিফার ছেলে আশিক বিভিন্ন ভাবে বাদিসহ তার পরিবারকে হুমকি ধামকিসহ নারী নির্যাতনের মামলা করা হবে বলে পুলিশের সামনে হুমকি দিয়ে যাচ্ছে। এতে বাদির পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই লুৎফর রহমান ঘটনার সত্যতা শিকার করে জানান,বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সকালে সে মামলায় আরিফা বেগম পালিয়ে যাবার সময় তাহেরপুর বাসষ্ট্যান এলাকা থেকে তাকে আটক করে রাজশাহী জেল হাজতে প্রেরন করা হয়েছে। আর বাকি আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দেখা হয়েছে: 412
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪