|

আটোয়ারীতে ঈদ-উল-ফিত্র উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

প্রকাশিতঃ 12:27 am | May 29, 2019

আটোয়ারীতে ঈদ-উল-ফিত্র উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ঈদ জামাত অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ সহ প্রতিজনের ফিতরা সর্বনিন্ম ৭০/- টাকা নির্ধারণ করা হয়। সভায় ঈদের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, কোন অনৈতিক কর্মকান্ড চোখে পড়লে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধীকে জেল-জরিমানা করা হবে। সিদ্ধান্ত মোতাবেক উপজেলার সর্ব প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে আটোয়ারী থানা ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় এবং সব শেষে ঈদ জামাত অনুষ্ঠিত হবে আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মমতাজ জামে মসজিদ সংলগ্ন ইদগাহ ময়দানে সকাল ৯টায়।

এর মাঝে বিভিন্ন সময়ে উপজেলার অন্যান্য ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হবে। সভায় যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপনের পরমর্শমুরক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার নাজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মোঃ তাহেরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউসুফ আলী প্রমুখ।

প্রস্তুতিমুলক সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত ঈদগাহ ময়দান কমিটির সভাপতি/সম্পাদক সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।