|

গাইবান্ধায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের উদ্বোধন

প্রকাশিতঃ ৮:২৭ অপরাহ্ন | ডিসেম্বর ০৩, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গাইবান্ধা জেলা সার্কিট হাউজ মিলনায়তনে মাঠকর্মীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়কারি মাকসুদার রহমান, নুরন্নাহার বেগমসহ অন্যান্য কর্মকর্তাগন। এই কর্মশালায় আমার বাড়ি আমার প্রকল্পের ১০০ জন মাঠ কর্মী অংশ নেন।

জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে ক্ষুদা ও দারিদ্যমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে আমার বাড়ি আমার খামার প্রকল্পসহ ১০টি বিশেষ উদ্যোগের মাধ্যমে দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

দেখা হয়েছে: 319
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪