|

গৌরীপুরে শোকের মাতম: সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের জানাযা শেষে দাফন সম্পন্ন

প্রকাশিতঃ ৩:৪৬ অপরাহ্ন | মার্চ ০১, ২০২০

গৌরীপুরে শোকের মাতম: সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের জানাযা শেষে দাফন সম্পন্ন

আরিফ আহম্মেদঃ এসএসসি ও সমমান পরীক্ষার্থী ও বিভিন্ন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩ জন ও তারাকান্দা উপজেলার ১ জন শিক্ষার্থীর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (১ মার্চ) সকাল ১১টায় শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাযা নামাজ সম্পন্ন হয়।

নিহতরা হলেন- ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর গ্রামের রমজান আলীর ছেলে রাকিবুল ইসলাম হৃদয় (১৪), মৃত আব্দুল মজিদের ছেলে ইয়াসিন মিয়া (৯), আব্দুল হকের ছেলে আরশাদুল আলম ও তারাকান্দা উপজেলার বিসকা গ্রামের ছমির উদ্দিনের ছেলে মাহবুবুল হাসান (১৬)।

 

গৌরীপুরে শোকের মাতম: সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের জানাযা শেষে দাফন সম্পন্ন

তন্মধ্যে তিনজন ঘটনাস্থলে অন্যজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আরো দুই শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার রাত নয়টার দিকে বিরিশিরি সড়কের দূর্গাপুর কালামার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসার খোজঁখবর নিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনাস্থলেই মারা যায় ৩ শিক্ষার্থী। ৪৫জন শিক্ষার্থী ২টি পিকআপ ভ্যানে করে বিরিশিরি এলাকায় শিক্ষা সফর শেষে বাড়ি ফিরছিলেন। তাদের সঙ্গে কয়েকজন শিক্ষকও ছিলেন। দুর্ঘটনার শিকার ভ্যানটি বিরিশিরি সড়কের দুর্গাপুর কালামার্কেট এলাকায় আসলে একটি বালুবাহী ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

গৌরীপুরে শোকের মাতম: সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের জানাযা শেষে দাফন সম্পন্ন

 

দেখা হয়েছে: 16654
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪