|

গাইবান্ধায় কৃষকের উপাদিত সবজি সরকারি ত্রান সহায়তায় সংযুক্তির নির্দেশ জেলা প্রশাসকের

প্রকাশিতঃ ৯:২২ অপরাহ্ন | এপ্রিল ২০, ২০২০

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : করোনা সংকটকালে সফল চাষী ও বঙ্গবন্ধু পদক প্রাপ্ত আদর্শ কৃষক আমির আলীর উৎপাদিত ফসল নিয়ে জাগো নিউজে হতাশা প্রকাশের পর তার উৎপাদিত ফসল সরকারিভাবে ক্রয় করে ত্রান সহায়তায় যুক্ত করা হয়েছে।জেলার কৃষকদের উৎপাদিত পন্য সরকারিভাবে ক্রয় ও বিক্রয় ব্যবস্থা করার অংশ হিসাবে জেলা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহন করেছেন। আজ ২০ এপ্রিল সোমবার গাইবান্ধা সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের বঙ্গবন্ধু পদক প্রাপ্ত আদর্শ কৃষক আমির আলীর সবজি বাগান পরিদর্শন কালে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, করোনা ভাইরাসের প্রভাবের কারনে হাট বাজার বন্ধ থাকায় কৃষদের উৎপাদিত সবজি বিক্রির অভাবে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় এবং কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান সে কারনেই পুষ্টি সমৃদ্ধ সবজি ত্রানের সাথে বিতরণ শুরু করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি উপজেলায় এসব কৃষকদের সবজি ক্রয়ের মাধ্যমে স্বাস্থ্য সম্মত ত্রান বিতরণ করা হবে।

এসময় কৃষি সম্প্রসান অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ড, মুক্তি নগর ইউপি চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন ও আদর্শ কৃষক আমির আলী প্রমুখ।

দেখা হয়েছে: 216
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪