|

গোবিন্দগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবতীর মৃত্যু জেলায় আক্রান্ত মোট ৪২৬

প্রকাশিতঃ ১০:৩৯ অপরাহ্ন | জুলাই ০৭, ২০২০

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সাতাইল বাতাইল ফুটানি বাজার এলাকায় ৭ জুলাই মঙ্গলবার সকাল ৯টায় জেসমিন আক্তার প্রিয়া (১৭) নামে করোনা উপসর্গ নিয়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মমিনুল ইসলামের স্ত্রী। জানা গেছে, জেসমিন আক্তার প্রিয়া সোমবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, প্রিয়া মঙ্গলবার সকাল ৯টায় জ্বর সর্দির মত করোনা উপসর্গ নিয়ে মারা যায়। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, প্রিয়া জ্বর সর্দি সহ করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং এই উপসর্গ নিয়েই সে মৃত্যুবরন করেছে।

এদিকে গাইবান্ধায় করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জন আক্রান্ত হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন সুত্রে জানা গেছে। এ নিয়ে গাইবান্ধায় করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ৪২৬ জন এবং এ পর্যন্ত মৃত ১০ জন। এছাড়াও এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৮১ জন । আইসোলিসনে রয়েছে ২৩৫ জন।
গাইবান্ধা সদর উপজেলায় এ পয়ন্ত আক্রান্ত হয়েছেন ১৮ জন সুস্থ্য হয়েছেন ৫ জন আইসোলিসনে রয়েছেন ১৩ জন। এছাড়াও গাইবান্ধা পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন সুস্থ্য হয়েছেন ২৭ জন মৃত হয়েছে ১ জনের আইসোলিসনে রয়েছেন ২৬ জন। সুন্দরগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৫ জন এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৬ জন, মৃত হয়েছে ১ জনে আইসোলিসনে রয়েছেন ৮ জন। এছাড়াও সুন্দরগঞ্জ পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন ১৫ জন এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮ জন, আইসোলিসনে আছেন ৭ জন। সাদুল্লাপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন মোট ৪৪ জন এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৭ জন,মৃত্যু হয়েছে ১ জনের ,আইসোলিসনে রয়েছেন ১৬ জন। গোবিন্দগঞ্জে আক্রান্ত হয়েছেন ৮৩ জন ,মৃত্যু হয়েছে ৩ জনের, সুস্থ্য হয়েছেন ৪২ জন ,আইসোলিসনে রয়েছেন ৩৮ জন। এছাড়া গোবিন্দগঞ্জ পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন ৯৯ জন, এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩২ জন ,মৃত্যু হয়েছে ১ জনের ,আইসোলিসনে রয়েছেন ৬৬ জন। পলাশবাড়ী উপজেলায় আক্রান্ত হয়েছেন ২০ জন , এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭ জন,মৃত্যু হয়েছে ১ জনের আইসোলিসনে রয়েছে ১২ জন। এছাড়াও পলাশবাড়ী পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন ৩১ জন ,সুস্থ্য হয়েছেন ৭ জন ,মৃত্যু হয়েছে ২ জনের, আইসোলিসনে রয়েছেন ২২ জন। ফুলছড়িতে আক্রান্ত মোট ১৯ জন,সুস্থ্য হয়েছে ২৭ জন ,আইসোলিসনে রয়েছে ১৫ জন। সাঘাটায় আক্রান্ত মোট ২৮ জন,সুস্থ্য হয়েছেন ১৬ জন, আইসোলিসনে রয়েছেন ১২ জন। এদিকে জেলার সাতটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৩২ জন।

দেখা হয়েছে: 241
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪