|

বাগমারায় বন্যার পানিতে সবজি ক্ষেত প্লাবিত

প্রকাশিতঃ ৮:৫৪ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৮, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
বন্যার পানি নেমে যাওয়ায় সেই জমিতে কৃষক সবজি আবাদ করেছিল। ফুলকপি, পাতাকপি, মূলা, গাজর, পালং শাক সহ নানান জাতের আগাম শীতেরর সবজি। কিন্তু গত কয়েকদিনে উজানের পাহাড়ের পানি সেই সাথে গতকালের প্রবল বর্ষনের পানি যোগ হয়ে বাগমারার ফকিরানি ও বারনই নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়ে সেই পানি বিলে প্রবেশ করেছে। আর এই পানিতে ডুবে গেছে কৃষক স্বপ্নের সবজি ক্ষেত। সরেজমিন এলাকা ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি উজান থেকে নেমে আসা পানিতে ফুলে ফেপে ওঠে নদী নালা খাল বিল। সেই সাথে গতকালের প্রবল বর্ষণের নদীর পানি আরো বেড়ে যায়। এই পানিকে তলিয়ে গেছে কৃষকের সবজি ক্ষেত। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার দফায় দফায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বাগমারা সহ আশে পাশের এলাকার কৃষকরা তেমন সবজি করতে পারেনি। বার বার তাদেরর সবজি ক্ষেত তলিয়ে যায়। তবে বন্যার পানি নেমে যাওয়ায় কৃষক আবার আশায় বুক বাঁধতে শুরু করে। উপজেলার কাচারীকোয়ালীপাড়া, দ্বীপপুর, বিহানালী, গোয়ালকান্দি, হামিরকুৎসা সহ বেশ কিছু ইউনিয়নের কৃষকরা আগাম সবজি চাষে নেমে পড়ে। এসব এলাকার কৃষকরা বাড়ির আশে পাশে অপেক্ষাকৃত উচু জমিতে শুরু করে সবজির আবাদ। মূলা ফুলকপি পাতাকপি, গাজর বেগুন সহ বিভিন্ন সবজি চাষে তারা আগাম জমি প্রস্তুত করে এবং জমিতে সবজি রোপন করে। এখন সবজি গুলো সবে বেড়ে ওঠা শুরু করেছে। এই অবস্থায় বন্যার পানি ওঠে সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকের স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেছে। কাচারীকোয়ালীপাড়ার কৃষক আক্কেল আলী জানান, তিনি দেড় বিঘা জমিতে এবার শীত কালীন আগাম মূলা চাষ করেছেন। গাছ গুলো বেশ বেড়ে ওঠেছে। এরি মধ্যে বন্যার পানিতে তার মূলা ক্ষেত তলিয়ে গেছে। উপায়অন্তর না পেয়ে সেই মূলা গাছ ক্ষেত থেকে তুলে বাজারে এনে শাক হিসাবে বিক্রি করছেন। একই আক্ষেপ করে হামিরকুৎসার কৃষক মঞ্জুর রহমান জানান, তিনিও আগাম ফুল কপি চাষ করেছেন এক বিঘা জমিতে। গাছগুলো বেষ বড় হয়েছে। হটাৎ বন্যার পানি তার জমিতে প্রবেশ করায় তার ফুল কপির গাছ গুলো নষ্ট হয়ে গেছে। এভাবে বাগমারায় কৃষকরা বারবার সবজির ক্ষেত করে তা মার খাওয়ায় বাজারে এখন সবজির আকাশচুম্ভি দাম ওঠে গেছে। পঞ্চাশ ষাট টাকার নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে এবার শীত মৌসুমে সবজির দাম আরো বেড়ে যাওয়ার আশংঙ্কা করেছেন এলাকার সবজি ব্যবসায়ীরা। এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসাররাজিবুর রহমান জানান, সম্ভবত এই পানি নেপাল থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বরফগলা এই পানি নেমে আসায় পানি অনেক ঠান্ডা। সেই সাথে হটৎ বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় নদীর পানি আবার বিলে প্রবেশ করেছে। ফলে বিদায় হওয়া বন্যা আবার দেখা দিয়েছে। তার মতে যেহেতু নদীতে ব্যাপক স্রোত রয়েছে। পানি দ্রুতই নেমে যাবে। কুষক বার বার সবজি করে মার খাচ্ছে। এটা বিবেচনা নিয়েই আমার কৃষকের পাশে দাড়িয়েছি। তাদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন সবজি বীজ বিতরন কার্যক্রম শুরু করেছি।#

দেখা হয়েছে: 198
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪