|

বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধে আইনের প্রয়োগ প্রয়োজন

প্রকাশিতঃ ১০:০২ অপরাহ্ন | নভেম্বর ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ হাইকোর্টের নির্দেশনা অনুসারে নতুন বছরে বাড়ি ভাড়া স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ মেস সংঘ (বিএমও)’র মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধে আইনের প্রয়োগ প্রয়োজন।

নাগরিক জীবনে স্বস্থি ফিরিয়ে দিতে বাড়ি ভাড়া কমানোর জন্যও পদক্ষেপ নিতে হবে।

১৬ নভেম্বর শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএমও’র প্রতিষ্ঠাতা মহসচিব আয়াতুল্লাহ আকতারের সভাপতিত্বে সংহতি প্রকাশ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান, নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী, বাংলাদেশ ন্যাপ-এর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া ও বাংলাদেশ কংগ্রেস-এর মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন, সৈয়দ আখতার সিরাজী, লিটন দ্রুং, রাসেল আনান জিন্টু, শাহরিয়ার।

এসময় বক্তারা বলেন, শহরে বসবাস করার ক্ষেত্রে গ্রাম থেকে আসা বিশেষ করে চাকুরিজীবী, শ্রমজীবী, শিক্ষার্থী, মেস মেম্বাররা বাড়ি ভাড়া দিতে গিয়ে একটি মহাবিড়ম্বনায় পড়ে। তাদের শহরের জীবন যাত্রায় আয়ের সিংহভাগ বাড়ি ভাড়ায় চলে যায়।

দ্বিতীয়ত এক শ্রেণির বাড়ি মালিক নিলজ্জভাবে প্রতি নতুন বছরে লাগামহীনভাবে বাড়ি ভাড়া বৃদ্ধি করে থাকেন। আমাদের দাবি অযৌক্তিকভাবে কোন অবস্থাতেই বাড়ি ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি করা যাবে না। বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগের নির্দেশনা পালন করতে হবে।

দেখা হয়েছে: 430
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪