|

রংপুর-বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০

প্রকাশিতঃ ৩:৪৫ অপরাহ্ন | সেপ্টেম্বর ১০, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১০ জন আহত হয়েছেন।

১০ সেপ্টম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।

রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার গোবিন্দগঞ্জের অবিরামপুর ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমাইয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা থেকে বগুড়া যাচ্ছিল। পথে অবিরামপুর এলাকায় বাসটি দ্রুত গতিতে মালবাহী একটি ট্রাককে ওভারটেক করার সময় বাসটি অবিরামপুর ব্রীজের নীচে খাদে পড়ে যায়। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই রিক্সা-ভ্যান চালকসহ অন্তত: ১০ জন বাসযাত্রী আহত হন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন শর্মা জানান, গুরুতর আহত ছয়জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া ব্রীজের নিচে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ শুভ জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দেখা হয়েছে: 274
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪