|

রাজশাহীতে পূর্ব পরিকল্পিতভাবে গরুর মালিককে হত্যা,আটক ৮

প্রকাশিতঃ ৫:১৬ অপরাহ্ন | ডিসেম্বর ০৯, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে পূর্ব পরিকল্পিতভাবে গরুর মালিক আব্দুল মজিদকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে প্রথমে অজ্ঞান করে। এরপর মালিক অচেতন হয়ে যায় কিন্তু তাদেরকে চেনা ফেলার ভয়ে তারা মালিককে মাফলার দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর রাজপাড়া থানায় এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন।এসময় পুলিশের দাবি গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে এ তথ্য জানায় তাদেরকে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়,ঘটনার চার দিন আগে হত্যার পরিকল্পনা করে গরু চুরি করার পরিকল্পনা করে হত্যাকারীরা। এরপর ঘটনার দিন ৪ তারিখ দিবাগত রাতে গরু চুরির সময় মালিককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে। এরপর মালিক অচেতন হয়ে যায় কিন্তু তাদেরকে চেনা ফেলার ভয়ে তারা মালিককে শ্বাসরোধ করে হত্যা করে ৪টি গরু নিয়ে যায়। এরপর হত্যাকারীরা একটি বড় গরু বিক্রির জন্য নিয়ে যায় হাটে। এসময় পুলিশ প্রথমে চুরি এবং বিক্রির সাথে জড়িত ৫ জনকে আটক করে এবং তাদের দেয়া তথ্যমতে আরো তিনজনকে আটক করে। এই ঘটনায় মোট ৮ জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রহমান বাবু, হড়গ্রাম নতুনপাড়া এলাকার হারুন এর ছেলে রবিউল ইসলাম, মৃত আছির উদ্দিন এর ছেলে আব্দুস সামাদ জাবেদ আলীর ছেলে আবুল কাশেম, নগরীর চন্দ্রিমা থানা এলাকার আলীর স্ত্রী আশুরা বেগম এবং এবং তার সাথে সরাসরি জড়িত নগরীর দাসপুর এলাকার ফাইনাল মিলের ছেলে আরিফুল ইসলাম, বহরমপুর এলাকার তাহসানের ছেলে মিলন এবং রাজপাড়া থানার বহরমপুর এলাকার আব্দুর রহমানের ছেলে জিন্দার আলী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আটকের মধ্যে দুইজন মালিক আব্দুল মজিদের কর্মচারী ছিলেন এর মধ্যে একজন ইউনিয়ন পরিষদের মেম্বার রয়েছেন এবং অন্যজন একটি বাসের সুপারভাইজার। আসামিদের মধ্যে পাঁচজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি তিনজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,আরএমপির বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুর রশিদ,রাজপাড়া থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম ও থানার ওসি তদন্ত মেহেদী হাসান প্রমুখ।

দেখা হয়েছে: 279
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪