|

সুন্দরগঞ্জে ব্রক্ষপুত্র নদে চার জেলেকে কুপিয়েছে প্রতিপক্ষরা

প্রকাশিতঃ ৪:৩০ অপরাহ্ন | মে ০১, ২০২০

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরাকে কেন্দ্র করে চার জেলেকে এলোপাতারি কুপিয়েছে প্রতিপক্ষরা।

শুক্রবার (১ মে) সকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কেরানির চর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে সূখ চরন দাস (৪৭), সুফল দাস (২২), এবং রসসো দাসের (৩৫) নাম জানা গেছে। তাদের বাড়ী গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামে।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনোয়ার হোসেন জানান, সকালে ব্রক্ষপুত্র নদে মাছ ধরতে গাইবান্ধা সদরের কামারজানী থেকে নৌকা নিয়ে জেলেরা আসেন সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কেরানির চড়ে।

স্থানীয় জেলেদের পাশাপাশি তারা ব্রক্ষপুত্র নদে গলদা চিংড়ি মাছ ধরছিলেন।

এসময় চেরানির চর এলাকার বাবু ও হামিদুলগংদের সাথে তাদের বাকবিতন্ডা ও সংঘর্ষ হয়। এতে স্থানীয় জেলেদের বেকির আঘাতে কামারজানি থেকে আসা চার জেলে আহত হন।

তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, বিষয়টি আমি শুনেছি। কিন্তু দুপুর পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেখা হয়েছে: 246
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪