|

সুন্দরগঞ্জে ৪ এনজিও কর্মীসহ ৮ জনের জরিমানা

প্রকাশিতঃ ১০:১৬ অপরাহ্ন | জুন ১০, ২০২০

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী লুতফুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘আশা’ ও ‘বিজ’র ৪ কর্মীর ৪ হাজার ও ৪ ফলের দোকানীর ৬ হাজারসহ মোট ১০ হাজার টাকা জরিমানাদেশ প্রদান করেছেন।
জানা যায়, বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ প্রদান করা হয়। জরিমানাদেশপ্রাপ্তরা হলেন- আশা এনজিও’র সুন্দরগঞ্জ ব্রাঞ্চ ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম (৪৮), একই শাখার সহকারী ব্যবস্থাপক নুর আহমেদ সরকার (৫০), বিজ এনজিও’র সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম (৩৫), ও ফজলে রাব্বী (২৮)। এদের প্রত্যেকের বিরুদ্ধে ১ হাজার করে ৪ হাজার টাকা জরিমানাদেশ প্রদান করা হয়েছে। জরিমানাদেশপ্রাপ্ত জাহাঙ্গীর আলম লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পারুল গ্রামের ওয়াছ উদ্দিনের পুত্র, নুর আহমেদ সরকার, গাইবান্ধা’র গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের জহুরুল হক সরকারের পুত্র, বিজ এনজিও’র স্ন্দুরগঞ্জ ব্রাঞ্চের ব্যবস্থাপক শফিকুল ইসলাম (৩৫) জেলার পলাশবাড়ি উপজেলার শিবরামপুর গ্রামের বাদশা মিয়ার পুত্র ও একই ব্রাঞ্চের ফজলে রাব্বী বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র। এছাড়া, উপজেলা শহরে নির্ধারিত সময়ের পরও ফলের দোকান খোলা রেখে নির্বিঘেœই বেচা-কেনা করার দায়ে ৪ দোকানীর ৪ হাজার টাকা জরিমানাদেশ প্রদান করা হয়। এরা হলেন- সুন্দরগঞ্জ পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের শফিউল হোসেনের পুত্র সোহেল রানা (২৫), ৯ নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়াস্থ হোসেন আলীর পুত্র রুবেল মিয়া (২৮) একই পাড়ার মেনাজ উদ্দিনের পুত্র শফিউল ইসলাম (৩৯) ও হোসেন মিয়ার পুত্র আঃ রহিম (৫২)।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী লুতফুল হাসান জানান, সরকারী আদেশ অমান্য করে এনজিও কর্মীরা ঋণের কিস্তি আদায় করা অব্যাহত রেখেছে। এছাড়া, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিকেল ৪ টার পরও অবাধে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ছিল ফলের দোকানদাররা।

দেখা হয়েছে: 231
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪