|

আটোয়ারীতে সুলতানা রাজিয়ার বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ

প্রকাশিতঃ ১২:৩৭ পূর্বাহ্ন | মে ২৪, ২০১৮

আটোয়ারীতে সুলতানা রাজিয়ার বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আনসার ভিডিপি অফিসের প্রশিক্ষিকা সুলতানা রাজিয়া বেশ কিছু দিন থেকে বিভিন্ন ধরনের অনিয়ম করে আসছে। এরেই ধারা বাহিগতায় উপজেলার চার ইউনিয়নের চার জন আনসার ভিডিপ, ইউনিয়ন দলনেতা ও মহিলা দোলনেত্রী কে চাকরি চুক্ত করেছেন। এবং গোপনে মোটা অংকের টাকা নিয়ে চার ইউনিয়নের চার জনকে,দিনাজপুর সুই হারি আনসার কেম্পে ট্র্নিংএ পাঠিয়েছেন বলে জানা গেছে।

পুরাতন দুই দোলনেত্রী,প্রশিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন,অভিযোগ কারীরা হলেন।

১।মির্জাপুর ইউনিয়নের মহিলা দোলনেত্রী ফেরদৌসী।
২।তোড়িযা ইউনিয়নের মহিলা দোলনেত্রী মোমিযান বেগম।
৩।রাধানগর ইউনিয়ন দলনেতা মোঃ গিয়াস উদ্দীন ও
৪।বলরামপুর ইউনিয়ন দলনেতা মোঃমাহামুদুল্লাহ।

থানা কমান্ডার মোঃআবুল কাশিম,২০মে ১৮ ইং সকাল ৯.৩০টা মিনিটে সবাইকে মোবাইল এর মাধ্যমে জানিয়দেন। আপনাদের পরিবতে নতুন চার জন কে টেনিংএ পাঠানো হয়েছে বলে জানায়। ওই দিন ২০মে সকাল ১১টার সময় মিটিংএ এই বিষয়ে আলোচনা করলে কোনো ধরনের কথা বলেনি প্রশিক্ষিকা।

পুরাতন দলনেতা ও দোলনেত্রীরা এই বিষয়ে কেউ কিছু জানেনা। কি ভাবে তাদের চাকরি গেছে এবং তারা কোনো ধরনের চিঠি পত্র কিছুই পাইনি নিরুপায় হয়ে বিচার চেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। এবং অনুলিপি আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর পেরন করেছেন। যাতে সুষ্ট তদন্ত করে প্রয়জনীয় ব্যবস্তা গ্রহণ করে।

এই বিষয়ে প্রশিক্ষিকা সুলতানা রাজিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন এইখানে আমার কোন ধরনের হাত নেই যা কিছু করেছেন আমার জেলা কমান্ডার নিজে করেছেন।

দেখা হয়েছে: 639
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪