|

আটোয়ারীতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিতঃ ৮:০২ অপরাহ্ন | জানুয়ারী ১৬, ২০২০

আটোয়ারীতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

জানাগেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখুরী গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট, আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহামান (৭৩) বৃহস্পতিবার ১৬ জানুয়ারি মধ্যরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সংলগ্ন ঈদগাঁহ মাঠে বাদ আছর রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) সৈয়দ মাহমুদ হাসান উপস্থিত থেকে আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স গার্ড অব অনার দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।

এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে মরহুমের জানাযার নামাজ শেষে উপজেলার মানিকপীর পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র – ৩ কন্যা, নাতি-নাতনী, বীর মুক্তিযোদ্ধা ছোট দুই ভাই, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেখা হয়েছে: 403
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪