|

কুমিল্লার কিশোরীকে উদ্ধার করে দিলেন ময়মনসিংহ এসিল্যান্ড

প্রকাশিতঃ ২:৩১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৩, ২০২০

কুমিল্লার কিশোরীকে উদ্ধার করে দিলেন ময়মনসিংহ এসিল্যান্ড

মোঃ কামাল, ময়মনসিংহঃ ৪ মাস আগে হারিয়ে যাওয়া এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিরে দিলেন ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান।

কুমিল্লা জেলার ব্রাহ্মপাড়া উপজেলার দুলালপুর গ্রামের মৃত মোমেন খানের ১৩ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে মাকসুদা খানম বিথি ৪ মাস আগে হারিয়ে যায়। ঘটনাক্রমে মেয়েটি ট্রেনে চড়ে ময়মনসিংহ চলে আসে। তাকে নগরীর সানকিপাড়া রেল ক্রসিং এলাকায় পায় স্থানীয় রোকিয়া বেগম নামের এক নারী।

১২ ফেব্রুয়ারি বিষয়টি সম্পর্কে জানতে পারেন, ময়মনসিংহ সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান। তাৎক্ষনিক তিনি মেয়েটি সম্পর্কে খোঁজ খবর নিতে নির্দেশ প্রদান করেন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইবনে আইয়ুবকে। পরে কুমিল্লা জেলায় খবর নিয়ে বিথির পরিচয় ও পরিবারকে খুঁজে পাওয়া যায়।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিথির খালাতো ভাই বশির আহমেদের কাছে বিথিকে বুঝিয়ে দেয়া হয়। বিথির পরিবার বিথিকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। পরে হারিয়ে যাওয়া মাকসুদা খানম বিথিকে মৃত নাসির উদ্দিন এর ছেলে রশিদ আহমেদের কাছে হস্তান্তর করেন সদর সমাজ সেবা অফিসার সাইফুল ইবনে আইয়ুব।

দেখা হয়েছে: 446
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪