|

ধামইরহাটে জাতীয় ভোটার দিবস পালিত, বিশেষ সেবা পেল ৩৫ নতুন ভোটার

প্রকাশিতঃ ৪:৫৯ অপরাহ্ন | মার্চ ০২, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার-রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ বিশেষ সেবা চালু রয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ৩৫ জনকে নতুন ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে, এছাড়াও সংশোধন, স্থানান্তরসহ বিভিন্ন সেবা জরুরী ভিত্তিতে ডিজিটাল পদ্ধতি প্রদান করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

দেখা হয়েছে: 170
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪