|

ঈশ্বরগঞ্জে অধিক মূল্যে সার বিক্রি করায় ডিলারসহ তিনজনের জরিমানা

প্রকাশিতঃ ১০:৩২ অপরাহ্ন | অগাস্ট ২৯, ২০২২

ঈশ্বরগঞ্জে অধিক মূল্যে সার বিক্রি ডিলারসহ তিনজনের জরিমানা

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে অধিক মূল্যে সার বিক্রির দায়ে বিসিআইসির ডিলারসহ তিন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিসিআইসির ডিলারসহ তিন জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ হাফিজা জেসমিন।

সোমবার অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে উপজেলার বড়হিত ইউনিয়নের নশতি বাজারে বিসিআইসি ডিলার গোপাল এন্টারপ্রাইজকে দশ হাজার, সাব ডিলার শামছুলের দোকানের জুয়েলকে দশ হাজার ও কাঁঠাল বাজারের তাহের উদ্দিনের দোকানে পাঁচ হাজার এবং এরশাদুলকে দশ হাজার মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিন বলেন, কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মূল্যে সার বিক্রি করায় এক বিসিআইসির ডিলারসহ তিন জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের কাজ যারা করছে তাদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্যঃ অসাধু ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট দেখিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার গুলোতে অধিক মূল্যে সার বিক্রি করায় কৃষকরা বাধ্য হয়ে সার ক্রয় করতে হচ্ছে।

দেখা হয়েছে: 140
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪