|

কোটা প্রথা বাতিলে ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রকাশিতঃ ৯:২২ অপরাহ্ন | এপ্রিল ১১, ২০১৮

কোটা-প্রথা-বাতিল-Chhatra League's procession of the Chhatra League

আবু রাইহান ত্রিশাল, (ময়মনসিংহ) সংবাদদাতা:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় সংসদে বলেন, কোটা পদ্ধতি থাকারই দরকার নেই। ছাত্ররা যেহেতু আর কোটা ব্যবস্থা চায় না সেহেতু এখন থেকে বাংলাদেশে আর কোটা ব্যবস্থা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন থেকে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেয়া হবে।

এই ঘোষণায় ময়মনসিংহের ত্রিশালে অবস্তিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে।

আনন্দমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।

সভাপতি নজরুল ইসলাম বাবু তার বক্তব্যতে জানান,ছাত্র আন্দোলনে ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করেছে। কোটা সংস্কার অহিংস আন্দোলনে ছাত্রলীগের সাপোর্ট সব সময় ছিল।

সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, কোটা সংস্কার নয়, বাতিলের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার পরিচয় দিয়ে সকল আন্দোলনের অবসান ঘটিয়েছেন। তিনি বিএনপি-জামাত-শিবিরদের হুশিয়ারী করে আরো বলেন, কোটা আন্দোলন নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে আর একটা কটুক্তি ও অপপ্রচার করলে ছাত্রলীগ ছাড় দিবে না।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহসভাপতি রিপন চৌধুরী, তানভীর হাসান পাপ্পু, অগ্নিবীনা ও দোলনচাঁপা হলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী।

উল্লেখ্য যে, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সকাল ১০টায় গণভবনে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির এবং প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তারা জানান, ‘সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না, শতভাগ মেধায় নিয়োগ দেয়া হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন আশ্বাস দিয়েছেন।

দেখা হয়েছে: 487
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪