|

গাইবান্ধায় পৃথক ভাবে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

প্রকাশিতঃ ১০:২৩ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৫, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে নাছিমা বেগম (২০) নামে এক গৃহবধূ ও ফুলছড়ি উপজেলায় হায়দার আলী (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

১৫ সেপ্টম্বর বিকালে পৃথক ঘটনায় বজ্রপাতে ২ জন মারা গেছে।

রোববার বিকেলে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নংকার ভিটা গ্রামে বজ্রপাত হলে নাছিমা বেগমের মৃত্যু হয়।

মৃত নাছিমা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নংকার ভিটা গ্রামের স্বপন মিয়ার স্ত্রী ।

ঘুড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, রোববার বিকালে নাছিমা বাড়িতে সাংসারিক কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে শরীরের একাংশ পুড়ে যায়। এতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রোববার দুপুরে উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে মৃত কৃষক হায়দার আলী ওই গ্রামের কছির উদ্দিনের ছেলে।

উদাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, দুপুরে হায়দার আলী বৃষ্টির মধ্যে বাড়ির পাশে রোপা আমন ধানখেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান হায়দার আলী।

দেখা হয়েছে: 290
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪