|

চিরকুট লিখে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিতঃ ৮:২৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৬, ২০২০

চিরকুট লিখে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামে চিরকুট লিখে নিতী আক্তার (১১) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও চিরকুট উদ্ধার করেছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহত নিতী ওই গ্রামের আল আমিনের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিতীর বাবা-মার বিবাহ বিচ্ছেদের পর তার বাবা আরেকটি বিয়ে করেন। তার মা অন্যত্র বিয়ে করেন। নিতী দাদী ফুলবানুর বাড়িতে থাকে। তার সৎ মাসহ ও তার বাবা আল আমিন কিছু দিন যাবত ঢাকায় বসবাস করেন।

স্থানীয় ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্রী নিতীকে তার বাবা তেমন খোঁজখবর নিতেন না। এমনকি নানা-নানি, স্বজনরা নিতীকে তেমন একটা ভালোবাসতো না। তাই অভিমান করে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর চিরকুট লিখে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তার চিরকুটের একাংশে লিখেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। স্বজনদের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিতীর লেখা চিরকুটে বেশ কিছু লেখা আছে সেই সূত্র ধরে তদন্ত চলছে। পরবর্তীতে সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

দেখা হয়েছে: 426
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪