|

আটোয়ারীতে পিআইও অফিসের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার

প্রকাশিতঃ ৯:৫৮ অপরাহ্ন | জানুয়ারী ২৯, ২০২০

আটোয়ারীতে পিআইও অফিসের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের চুরি যাওয়া ল্যাপটপ উপজেলা ক্যাম্পসের পানি সরবরাহ পাম্প ঘর থেকে উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ।

জানাগেছে, গত ১১ ডিসেম্বর ২০১৯ দিবাগত রাতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষের জানালা দিয়ে একটি ল্যাপটপ চুরি হয়। পরদিন ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল যথাযথ কর্তৃপক্ষ ( উপজেলা নির্বাহী অফিসার) এর মাধ্যমে ল্যাপটপ চুরি হওয়া প্রসঙ্গে অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে একটি লিখিত আবেদন ভারপ্রাপ্ত কর্মকর্তা আটোয়ারী থানায় দাখিল করেন।

উক্ত আবেদন ১৩ ডিসেম্বর ২০১৯ তারিখে ভারপ্রাপ্ত কর্মকর্তা, আটোয়ারী থানা প্রাপ্তি স্বীকার করেন। ল্যাপটপ চুরি হওয়ার পর থেকে গোপন অনুসন্ধান চালাচ্ছিলেন কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারি ২০২০ দিবাগত রাতে আটোয়ারী থানার এস আই শাহীনুর ইসলাম সিদ্দিকী ও এসআই কিবরিয়া উপজেলা পরিষদ ক্যাম্পাসের পানি সরবরাহ পাম্পের ঘরের একটি কক্ষে চৌকির নীচ থেকে ব্যাগে রাখা ল্যাপটপ উদ্ধার করে । একই কক্ষে তার ব্যবহৃত টিভিএস এ্যাপাচি ১৫০ সিসি মটর সাইকেলটিও ছিল।

সুত্র জানায়, ওই কক্ষের চৌকিতে উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন(২১) অবস্থান করে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে থাকে। উক্ত মুয়াজ্জিম উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোঃ আজিজুল হকের পুত্র।

সুত্র আরো জানায়, ল্যাপটপ উদ্ধারের আগের দিন ( ২৭ জানুয়ারি) পিআইও অফিসের গুদামের জানালা ভেঙ্গে চুরি হওয়া কম্বল একই কক্ষ হতে উদ্ধার করেন উপজেলা প্রশাসন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, ল্যাপটপ উদ্ধারের পর পিআইও’র পক্ষ থেকে কোন মামলা করা হয়নি।

এব্যাপারে পিআইও ওয়ালিফ মন্ডল বলেন, ল্যাপটপ চুরি হওয়ার পরদিন থানায় লিখিতভাবে জানানো হয়েছে। সচেতন মহলের মতে, চুরি হওয়া মালামাল উদ্ধার হওয়ার পর চোর সনাক্ত না করে পুলিশ প্রশাসন নিরব কেন ?

দেখা হয়েছে: 517
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪