|

চোখের পানি—————————সাঈদ খাঁন

প্রকাশিতঃ ১:৪৫ পূর্বাহ্ন | মার্চ ১৪, ২০১৮

মরে গেছি সেদিন আমি
যেদিন চলে গেছে আমার মা
সেদিন হতে এদুনিয়ায়
আমি আর কারোনা।
কেউ বলেনা ওরে বাবা
খেয়ে যাবিনা ভাত
কোথায় গিয়েছো জলদি আসো
এখনতো অনেক রাত।
আজো আমি চোমকে উঠি
ডাকছে বুঝি মায়
খাবিনা কিছু উঠো তারাতারি
সকাল গড়িয়ে যায়।
সারাক্ষন কাঁদি মনে হয় যখন
দুঃখিনি মায়ের কথা
তুমি নিয়ামত ছিলে মা আমার
বুকে লাগে মা ব্যাথা।
তুমি নেই বলে কাঁদি মা আমি
লোকে মোরে পাগল বলে
সারক্ষন আমার বুক ভিঝে মা
দুই নয়নের জলে।
শুখায়না মা চোখের পানি
সাগর হয়েছে বুঝি জলে
কখন যে মা ডাকবে তুমি
এখনো মন আমার বলে।

দেখা হয়েছে: 712
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪