|

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত

প্রকাশিতঃ ৯:৩৫ অপরাহ্ন | ডিসেম্বর ১৬, ২০১৮

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ড. এম শামসুল আলম বীর প্রতীক এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে।

পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিজয় স্তম্ভ ‘চির উন্নত মম শির’- এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

পরে শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্টগণ এবং শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও স্বাধীনতা স্বপক্ষের ছাত্র সংগঠন। এরপর ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বর্ণাঢ্য এক বিজয় শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগীত বিভাগের পরিবেশনায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের পরিবেশনায় নাট্যকার এস এম সোলায়মান-এর নাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের প্রভাষক মো. মাজহারুল হোসেন তোকদার।

দেখা হয়েছে: 473
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪