|

ময়মনসিংহে পিবিআইয়ের অভিযানে নিখোঁজ কিশোরী গাজীপুর থেকে উদ্ধার

প্রকাশিতঃ ৪:৪৯ অপরাহ্ন | ডিসেম্বর ০২, ২০২১

ময়মনসিংহে নিখোঁজ কিশোরী গাজীপুর থেকে উদ্ধার

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ থেকে নিখোজ কিশোরী মুন্নি আক্তারকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুন্নি আক্তার ময়মনসিংহ নগরীর দিঘারাকান্দা নামাপাড়ার মোঃ নুরুল ইসলামের মেয়ে।

পিবিআই ময়মনসিংহের এসপি গৌতম কুমার বিশ্বাস জানান, কিশোরী মুন্নি আক্তার গত ২৩ নভেম্বর দুপুরে তার পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ী হতে বের হয়ে যায়। সে বাড়ি থেকে যাবার সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও রেখে যায়। তার পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুুঁজি করে না পেয়ে গত ২৪ নভেম্বর কোতোয়ালী থানায় নিখোঁজ জিডি করেন। যার নম্বর ১৯৭৪।

তিনি আরো জানান, পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদারের নির্দেশনায় পিবিআই ময়মনসিংহ ইউনিট তদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক বিল্লাল মিয়া তার (এসপি) পরামর্শ ও সঠিক দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোজ মুন্নি আক্তারের অবস্থান সনাক্ত পূর্বক মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থানার সিরামিক নিখোঁজ মুন্নি আক্তারকে উদ্ধার করে।

পিবিআইয়ের এসপি গৌতম কুমার বিশ্বাস আরো বলেন, এটি একটি চাঞ্চল্যকর নিখোঁজের ঘটনা। কোতোয়ালী থানায় করা জিডির কপি পেয়ে কিশোরী মুন্নি আক্তার নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত শুরু এবং তাকে উদ্ধারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্নি আক্তারকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মুন্নি আক্তারের সাথে টাঙ্গাইলের গোপালপুরের কলমিয়া পুর্বপাড়ার মহর উদ্দিনের ছেলে মোঃ বাবুর দীর্ঘ দিন যাবত প্রেমের সম্পর্ক ছিল। তারা একসাথে জীবন কাটানোর উদ্দেশ্যে পরিবারের কাউকে কিছু না জানিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা গাজীপুরের কালিয়াকৈরে একটি রুম ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। উদ্ধারকৃত মুন্নি আক্তারকে থানা হেফাজতে পাঠিয়েছে পিবিআই।

দেখা হয়েছে: 174
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪