|

বাগমারায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন ইউএনও

প্রকাশিতঃ ৮:২৭ অপরাহ্ন | এপ্রিল ০১, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
সামাজিক দূরত্ব বজায় রাখা, বিভিন্ন স্থানে আড্ডা মারা, মোটরসাইকেলে একাধিক যাত্রী বহন ও মাস্ক ব্যবহার না করা সহ করোনা সতর্কতা মূলক বিভিন্ন সরকারি বিধি নিষেধ যথাযত ভাবে পালনে জনগনকে উৎসাহিতকরণ সহ গত মঙ্গলবার ও গতকাল বুধবার বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এলাকার হদদরিদ্রদের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেছেন।

উপজেলা প্রশাসান সূত্রে জানা গেছে, বাগমারায় করোনা সর্তকতা বিভিন্ন সরকারি নিয়মকানুন যথাযতভাবে বাস্তাবায়ন করে চলেছে বাগমারা উপজেলা প্রশাসন। এতে এলাকার জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশরা ব্যাপক ভুৃমিকা রেখে চলেছে। সাধারন মানুষও এসব নিয়ম কানুন যথাযত ভাবে প্রতিপালন করে চলেছে। এসবের পাশাপাশি উপজেলা বিভিন্ন এললাকায় রয়েছে বেশ কিছু হতদরিদ্র ছিন্নমূল লোকজন। তারা দিন আনে দিন খায়। এসব অহসায় হতদরিদ্র লোকজনের কথা চিন্তা করে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ নিজ গাড়ীতে করে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র লোকজনের মাঝে পরিবার প্রতি ৫ কেজি হারে চাল বিতরণ করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, সরকারি ভাবে পর্যাপ্ত ত্রানের ব্যবস্থা রয়েছে। কাউকে না খেয়ে থাকতে হবে না। খাদ্য সংকটে রয়েছে এমন যে কেউ আমাদের জানালে আমরা তার বাড়িতে গিয়ে খাদ্য পৌছে দিব।

দেখা হয়েছে: 260
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪