|

ময়মনসিংহ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা বিমল পালের ৫০ কিঃ মিঃ পদযাত্রা

প্রকাশিতঃ ৬:০৮ অপরাহ্ন | ডিসেম্বর ০৭, ২০২১

ময়মনসিংহ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা বিমল পালের ৫০ কিঃ মিঃ পদযাত্রা

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ মেঘালয় থেকে ময়মনসিংহ বিজয়ের ৫০ বছরপুর্তি ও ময়মনসিংহমুক্ত দিবসে মুক্তিযোদ্ধার ৫০ কিলোমিটার বিজয় পদযাত্রা অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে উজ্জীবিত করার লক্ষ নিয়ে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের গল্পের ফেরিওয়ালা বিমল পাল এই পদযাত্রা করবেন।

আগামী ১০ ডিসেম্বর এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ লক্ষে মুক্তিযোদ্ধার বিজয় পদযাত্রা সমন্বয় কমিটি মঙ্গলবার ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সমন্বয় কমিটির সমন্বয়ক শংকর সাহা, সদস্য সচিব এডভোকেট মতিউর রহমান ফয়সাল, ইয়াজদানী কোরায়শী কাজল, মুক্তিযোদ্ধা বিমল পাল, সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা বক্তব্য রাখেন।

৬৯ বছর বয়সের মুক্তিযোদ্ধা বিমল পাল ৫০ কিলোমিটার হাটবেন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে সহায়তা করতে ময়মনসিংহ চেম্বার অব কমার্স, সিটি কর্পোরেশন, সেইভ দ্যা ফিউচার, স্কাউটসহ ২৬ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠণ এগিয়ে আসে। ৬৯ বছর বয়সী এই মুক্তিযোদ্ধার পদযাত্রার সহকর্মী হবেন ব্যবসায়ী তরুণ নগরীর পাটগুদামের মোঃ শামছুল হক।

এছাড়াও সাইকেলে করে আরো আশরাফুল ইসলাম ও মোঃ সিয়াম নামে দুই যুবক সম্পৃক্ত হবেন বলে জানানো হয়।
আগামী ৯ ডিসেম্বর বিকাল ৫টায় মুক্তিযোদ্ধা বিমল পাল পদযাত্রা শুরু করবেন এবং ১০ ডিসেম্বর ময়মনসিংহমুক্ত দিবসে ময়মনসিংহ সার্কিট হাউজে বঙ্গবন্ধু চত্বরে শেষ করবেন। এই সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু তাকে বরণ করে নিবেন বলে কর্মসুচি রয়েছে।

এর আগে মুক্তিযোদ্ধা বিমল পাল ময়মনসিংহম্ক্তু দিবসে ৫০ কিলোমিটার হাটার উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে সহযোগীতার জন্য ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি এফবিসিসিআইয়ের সহ সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি), ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসন এগিয়ে আসেন।

দেখা হয়েছে: 176
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪