|

ময়মনসিংহে ধানের শীষের ৭ প্রার্থীর নির্বাচন বর্জন

প্রকাশিতঃ ৫:১৩ অপরাহ্ন | ডিসেম্বর ৩০, ২০১৮

মোঃ কামাল, ময়মনসিংহ প্রতিনিধিঃ

জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকা মার্কায় সীল মারার অভিযোগ এনে ময়মনসিংহের ৭ টি আসনে বিএনপির মনোনীত (ঐক্যফ্রন্ট) ধানের শীষের ৭ জন প্রার্থী তাদের নির্বাচন বর্জন করেছেন।

তারা হলেন, হালুয়াঘাট-১ আসনেরর আফজাল এইচ খান, ফুলপুর-২ শাহ শহীদ সারোয়ার, গৌরীপুর-৩ ইঞ্জি. এম ইকবাল হোসেইন, মুক্তাগাছা-৫ জাকির হোসেন বাবলু, ফুলবাড়ীয়া-৬ ইঞ্জি. শামছুদ্দিন আহমেদ, গফরগাঁও-১০ সৈয়দ মাহবুব মোর্শেদ (এলডিপি), ভালুকা-১১ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।

রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রার্থীরা সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।

প্রার্থীরা অভিযোগ করে জানান, গতকাল রাত থেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের লোকজন কেন্দ্র দখল করে ব্যালট পেপারে নৌকা মার্কা সীল মেরেছে। আজ সকালে পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে গেলে তাদের বের করে দেয়া হয়।

এছাড়াও অনেককে কেন্দ্রে ঢুকতেই দেয়া হয়নি ও মারধর করা হয়েছে। তখনও জোরপূর্বক নৌকা মার্কা সীল দেয়া হয়। তাই নির্বাচন কমিশনারের কাছে নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন।

এদিকে অনেক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। দুপুরে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ অভিযোগ করে বলেন, সকাল থেকে তার অনেক পোলিং এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এছাড়াও অনেককে কেন্দ্রে ঢুকতেই দেয়া হয়নি ও মারধর করা হয়েছে। দুপুরে ময়মনসিংহ মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় লোকজন কেন্দ্র দখল করার চেষ্টা চালায়।

এসময় সরকার দলীয়রা ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়। পরে কেন্দ্রটির ভোট স্থগিত করা হয়। এগুলো ছাড়াও নগরীর প্রায় অনেক কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। নগরীতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দেখা হয়েছে: 454
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪