|

রাজশাহী-১ আসনে মনোনায়ন ফরম তুললেন পিয়ারুল

প্রকাশিতঃ ৯:১১ অপরাহ্ন | নভেম্বর ২২, ২০১৮

শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সংসদীয় আসনের জন্য মহাজোটের শরিক দলের মধ্যে অন্যতম ওয়ার্কাস পার্টির প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার সকালে রাজশাহী-১ আসনে উপজেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে রাজশাহী জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল মনোনয়নপত্র তুলেছেন। এদিকে গত কয়েক দিনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জন্য মনোনয়নপত্র তুলেছেন বিএনপি থেকে ব্যারিষ্টার আমিনুল হক ও তার স্ত্রী আভাহক স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস ও অধ্যাপক মুজিবুর রহমান।

উপজেলা নির্বাচন অফিসার মসিউর রহমান জানান, সোমবার থেকে সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এই নির্বাচনে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন দুজন ও দিত্বীয় দিন দুজন এবং আজ একজন প্রার্থী সংগ্রহ করেছেন। এদের মধ্যে বিএনপি থেকে ব্যারিষ্টার আমিনুল হক ও তার স্ত্রী আভা হক ও ওয়ার্কাস পার্টি থেকে একজন এবং সতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন বিশ্বাস ও মুজিবুর রহমান গোদাগাড়ীতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়পত্র তুলেছেন।

তবে তারা কেউই জমা দেননি। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম

দেখা হয়েছে: 573
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪