|

সৈয়দপুরে আগুনে ৪৫টি বসতঘর পুড়ে ছাই

প্রকাশিতঃ ১:৩৪ অপরাহ্ন | মার্চ ২২, ২০১৮

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আগুন লেগে ১৩টি পরিবারের ৪৫টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ঘোনপাড়া গ্রামে বুধবার(২১শে মার্চ) সকালে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে ঘনবসতিপূর্ণ ওই এলাকার আনোয়ার হোসেনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং খুব দ্রুত আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ১৩টি পরিবারের ৪৫টি বসতঘর ও তিনটি গরু, হাঁস-মুরগি, ঘরে থাকা ধান, চাল, পাট, আসবাবপত্র, স্বর্ণলঙ্কা ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

সৈয়দপুর ফায়র সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ ও বোতলাগাড়ি ইউপি চেয়ারম্যান আল-হেলাল চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মধ্যে নগদ তিন হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করেন।

দেখা হয়েছে: 340
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪