|

অবশেষে গ্রেফতার ভূয়া ডা. এস এম হেদায়েতুল ইসলাম লাভলু

প্রকাশিতঃ ৯:০৫ অপরাহ্ন | অক্টোবর ০৯, ২০১৮

অবশেষে গ্রেফতার ভূয়া ডা. এস এম হেদায়েতুল ইসলাম লাভলু

সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়িঃ
সংবাদ প্রকাশিত হওয়ার পর ভূয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় এস এম হেদায়েতুল ইসলাম লাভলুকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টা টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজার কলমা রাস্তার মোড়ে খান ভিলায় নিজ চেম্বার থেকে এই ভূয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ হাসিনা আক্তারের নেতৃত্বে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এতে উক্ত ডাক্তার তার প্রয়োজনীয় ডাক্তারি সার্টিফিকেট দেখাতে না পারায় গ্রেপ্তারপূর্বক তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল বাসার জানিয়েছেন, সকালে ‘দৈনিক নাগরিক সময়’ পত্রিকায় সংবাদটি পড়ে কথিত চিকিৎসক লাভলুর চেম্বারে যাই। তার কাছে এমবিবিএস ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলর (বিএমডিসি)’র প্রয়োজনীয় কাগজপত্র চাইলে সে দেখাতে অপারগতা প্রকাশ করে।

সার্টিফিকেটের পরিবর্তে সে আমাদের দেখিয়েছে পল্লি চিকিৎসকের সনদ। যার কোনো গ্রহণযোগ্যতা নেই। বিএমডিসি ও ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা প্রদানের কারণে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এসময় আমাদের কাজে সহযোগিতা করেন উপজেলা সেনেটারি ইনেসপেক্টর মো. আনোয়ারুল ইসলাম ও টঙ্গীবাড়ি থানার পুলিশ।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ হাসিনা আক্তার জানিয়েছেন, দুপুর ১২টার দিকে তার চেম্বারে অভিযান চালিয়ে ডাক্তার উপাধি ব্যবহার করার প্রয়োজনীয় কাগজপত্র চাইলে সে তা দেখাতে পারেনি। তাই আইনানুযায়ী তাকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।  তিনি আরও জানিয়েছেন, কথিত চিকিৎসককে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দেখা হয়েছে: 488
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪