|

অবশেষে ভবানীগঞ্জ পৌরসভার মাষ্টারপাড়ার রাস্তাটির সংস্কার শুরু

প্রকাশিতঃ ৯:৩২ অপরাহ্ন | অগাস্ট ১১, ২০২০

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার মাষ্টারপাড়া মহল্লায় প্রবেশমুখের রাস্তাটি বাজারের মেইন রোডের চেয়ে নীচু হওয়ায় রাস্তার পানিসহ ময়লা আবর্জনা জমে রাস্তাটি বারোমাসই কাদাপানিতে একাকার হয়ে থাকত। এতে দূর্ভোগে পড়তো মাষ্টারপাড়া ও হিন্দুপাড়া মহল্লায় বসবাসকারী প্রায় দেড়শতাধিক পরিবার। এই দুই মহল্লার স্কুলগামী শিশুকিশোর ও বয়স্ক নারী পুরুষরা সামান্য ওই রাস্তাটির জন্য চরম দূর্ভোগ পোহাতে হত। এর আগে অনেক বয়স্ক লোকজন ওই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় সেখানে পড়ে গিয়ে হাত পায়ে আঘাত পেয়েছেন এবং তাদের কাপড় চোপড় নষ্ট হয়েছে। এসব দূর্ভোগের বিষয়টি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেককে জানানো হলে তিনি রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুত দেন। তারই প্রতিশ্রুতি মোতাবেক রাস্তাটি ভালো করে সংস্কারের উদ্যোগে গ্রহন করা হয়েছে বলে জানান পৌর প্রকৌশলী লিটন মিয়া। প্রকৌশলী লিটন মিয়া আরো জানান, এই রাস্তা সহ পৌরসভার সকল রাস্তাঘাট আগামী এক মাসের মধ্যেই সংস্কার সহ নতুন নির্মাণ করা হবে। তিনি জানান, সবচেয়ে বড় কাজ আমরা হাতে নিয়েছি, ভবানীগঞ্জ বাজারের রাস্তা প্রশস্থকরন সহ বাজারকে আধুনিকায়ন করা। স্থানীয় এমপি ইঞ্জি এনামুল হক এই বাজারকে পরিচ্ছন্ন ও উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। অচিরেই সেসব বাস্তবায়ন করা হবে। পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল জানান, বর্ষার কারণে কাজের কিছুটা ধীরগতি হচ্ছে। বর্ষা কেটে গেলেই দ্রুত গতিতে সকল কাজ শেষ করা হবে। এদিকে মাষ্টারপাড়া মহল্লার এই রাস্তাটি দীর্ঘ প্রতিক্ষার পর পৌরকর্তৃপক্ষ সংস্কারের উদ্যোহ নেওয়ায় মাষ্টার পাড়া ও হিন্দুপাড়ায় বসবাসকারী অধ্যক্ষ, প্রভাষক শিক্ষক সাংবাদিক হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন স্থানীয় এমপি ইঞ্জি এনামুল হক ও পৌর মেয়র আব্দুল মালেক মন্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দেখা হয়েছে: 417
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪