|

অভিযোগের তদন্ত করতে গিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হুমকি

প্রকাশিতঃ ৮:০৮ অপরাহ্ন | অগাস্ট ২৮, ২০২২

অভিযোগের তদন্ত করতে গিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হুমকি

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাউলেরচর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ছাইদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম আওয়ামীলীগ নেতার ভয় দেখিয়ে এলাকাবাসীকে হুমকি প্রদান করেছেন।

রবিবার সকাল ১১টার সময় রাউলেরচর দাখিল মাদরাসায় সরেজমিন তদন্ত করতে গিয়ে “ময়মনসিংহ আওয়ামীলীগের রাজনীতি কে নিয়ন্ত্রণ করে জানেন? জানেন আপনে? সে আমার ভাইরা।” এমন হুমকি প্রদান করে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলেরচর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ছাইদুল ইসলামের বিরুদ্ধে গত ২১জুন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য নূরুল ইসলাম মাষ্টার উপজেলা নির্বাহী অফিসার বরাবর মাদরাসার প্রতিষ্ঠাতা ভোটার করার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্ট্রার প্রশাসন মোঃ ওমর ফারুক অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক মতামতসহ প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন।

পরে সরেজমিন তদন্ত করতে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এসময় অভিযোগকারীদের না ডেকে অভিযুক্ত সুপারের লোকজন নিয়ে মাদ্রাসা অফিসে কথা বলার এক পর্যায়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে সুপারের লোকজনকে অফিস থেকে তাড়িয়ে দেন।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের তদন্ত করতে গেলে এক পর্যায়ে এলাকাবাসী কামরুল নামের একজন আমার সাথে খারাপ ব্যবহার ও বিভিন্ন হুমকি দিলে আমি বলি আমাদেরও তো দু’এক জন লিডার আছে। পরিস্থিতির শিকার হয়ে এমনটা বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। খারাপ ব্যবহারের প্রেক্ষিতে তিনি এরকম করছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্যঃ ২০২১সালের ২৪ ফেব্রুয়ারি সুপারের অপকর্ম, হটকারীতা, চারিত্রিক পদস্থলন, অর্থ আত্মসাৎ, ও বিধি বহির্ভূত কার্যক্রমে অতিষ্ঠ হয়ে অনাস্থা প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে গত ৫জুন খসরা ভোটার তালিকা প্রকাশের জন্য মাদরাসার অভিভাবক বৃন্দ, ভারপ্রাপ্ত সুপারকে অব্যহতি চেয়ে আঃ মান্নান ও দাতা ভোটার প্রসঙ্গে মাদ্রাসার সাবেক সভাপতি শরাফ উদ্দিনের লিখিত অভিযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সুপারের বিরুদ্ধে।

দেখা হয়েছে: 148
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪