|

আইন অমান্য করায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

প্রকাশিতঃ ৯:২৩ অপরাহ্ন | মে ৩১, ২০২০

আইন অমান্য করায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

আন্তর্জাতিক ডেক্স : করোনার প্রভাবে ধুঁকছে বিশ্ব। করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণের জন্য দেশে দেশে প্রয়োগ করা হয়েছে বিভিন্ন নিয়ম নীতি। তেমনি রোমানিয়াতেও চলছিল কিছু বিধি নিষেধ। আর এসব নিয়ম ভেঙ্গে জরিমানা গুণতে হয়েছে দেশটির প্রধানমন্ত্রী লুদোভিচ অর্বানকে।

করোনা মোকাবেলায় মাস্ক পরিধান করা এবং প্রকাশ্যে ধূমপান না করার প্রতি নিয়ম জারি করেছে রোমানিয়া। গেল সোমবার দুইটো নিয়ম অমান্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী। সে কারণে তাকে ৬৯০ ডলার অর্থাৎ প্রায় ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি একটি ছবি ভাইরাল হয় রোমানিয়ার প্রধানমন্ত্রীর। সেখানে দেখা যায় নিজ কার্যালয়ে মাস্ক না পরে বসে আছেন তিনি। তার সামনে বসে আছেন মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য। কেউ-ই মাস্ক পরেননি। তারা সবাই নিজ নিজ মাস্ক খুলে টেবিলে রেখে দিয়েছিলেন। পাশাপাশি সেখানে প্রকাশ্যে ধূমপান করছিলেন অর্বান। এই ছবি নিয়ে তুমুল সমালোচনার মুখে অর্বান জানান, ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে মন্ত্রী পরিষদের সদস্যরা দেখা করতে এসেছিলেন।

এই ঘটনার জের ধরে ৩০ মে জরিমানা পরিশোধ করেছেন অর্বান।

দেখা হয়েছে: 531
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪