|

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাকাল ইউনিয়ন বিজয়ী

প্রকাশিতঃ ১২:০৮ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ১৪, ২০১৮

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাকাল ইউনিয়ন বিজয়ী

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৮ (অনুর্ধ ১৭) এর ফাইনাল খেলায় বাকাল ইউনিয়ন বিজয়ী হয়েছে। বুধবার বিকেলে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৮ (অনুর্ধ ১৭) এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

বাকাল ইউনিয়ন বনাম গৈলা ইউনিয়নের মধ্যকার ফাইনাল খেলায় বাকাল ইউনিয়ন গৈলা ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে। খেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। খেলা শুরু হওয়ার আগে থেকেই সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে ভিড় জমায় হাজার হাজার ক্রীড়ামোদী।

খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে বিজয়ী দল ও রানারআপ দলের খেলোয়ারদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খাঁন, জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ্ মো. লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায়, আওয়ামীলীগ নেতা মো. গিয়াস উদ্দিন মোল্লা, শফিকুর রহমান সেরনিয়াবাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুদার, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার, আওয়ামীলীগ নেতা শহীদ পাইক, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুর সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ্ লিটন, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির হোসেন পাইকসহ রাজনৈতিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৮ (অনুর্ধ ১৭) এর ফাইনাল খেলায় বিজয়ী বাকাল ইউনিয়ন ও রানার্স আপ গৈলা ইউনিয়ন উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার করে অতিথিরা।

ফাইনাল খেলা পরিচালনা করেন মো. আহাদ হোসেন, সুশান্ত মজুমদার, মাহামুদ আলম মিঠু ও শৈলেশ তপাদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৮ (অনুর্ধ ১৭) এর বিজয়ী দল হিসেবে বাকাল ইউনিয়ন পুরস্কার গ্রহণের পরে খেলোয়ারসহ ভক্তরা আনন্দ মিছিল করে বিজয় উল্লাস করে।

উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১০ সেপ্টেম্বর বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৮ (অনুর্ধ ১৭) উদ্বোধন করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নের পক্ষ থেকে ৫টি দল খেলায় অংশগ্রহণ করে।

দেখা হয়েছে: 462
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪