|

আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ গ্রেফতার: থানায় মামলা

প্রকাশিতঃ ১০:৫৬ পূর্বাহ্ন | অক্টোবর ২৩, ২০১৮

আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ গ্রেফতার থানায় মামলা

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকেঃ
বরিশালের আগৈলঝাড়ায় এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের মো. সেলিম খন্দকারের ছেলে রাসেল খোন্দকার (২৩) রোববার বিকেলে পয়সারহাট পুলিশ চেকপোস্টে তার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায় কর্তব্যরত এসআই জামাল হোসেন।

এসময় রাসেল খন্দকার নিজেকে বরিশাল ডিআইজি অফিসের সিভিল কর্মকর্তা বলে পরিচয় দিয়ে কার্ড দেখায়। পরিচয় পত্র দেখে এসআই জামাল হোসেনের সন্দেহ হলে রাসেলকে আটক থানায় নিয়ে আসে। থানায় তাকে জিজ্ঞাসাবাদে ভুয়া পুলিশ বলে সত্যতা পাওয়া যায়।

গ্রেফতারকৃত রাসেল ভুয়া পুলিশের পরিচয়পত্র ব্যবহার ও সরবরাহের ব্যাপারে পুলিশকে চাঞ্চ্যল্যকর তথ্য প্রদান করেছে। এই ঘটনায় রবিবার রাতেই এসআই জামাল হোসেন বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

দেখা হয়েছে: 1184
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪