|

আজ চাঁদাবাজি মামলায় বাগমারার লুৎফরসহ ৫ আসামীর রিমান্ড শুনানী

প্রকাশিতঃ ৭:৫০ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০২, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
বাগমারায় বহুল আলোচিত বিল দখল, নির্যাতন ও চাঁদাবাজির মামলায় বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান সহ ৫ আসামীর রিমান্ড শুনানী আজ রবিবার রাজশাহীর আদালতে অনুষ্ঠিত হবে। বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান রিমান্ড শুনারীর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারী মন্দিয়াল গ্রামের ছাবের আলী জোর পূর্বক তুলে নিয়ে নির্যাতন, চাঁদাদাবী বিল দখল সহ চাকুরী দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ এনে লুৎফরর বাহীনির প্রধান লুৎফর রহমান ও বিল দখল বাহিনীর অন্যতম ক্যাডার তার ভাই রফিকুল ইসলাম সহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৭ জনের নামে বাগমারা থানায় একটি মামলা দায়ের করে। মামলার পরের দিনে বাগমারা থানার পুলিশ ও ডিবি পুলিশের সমন্ময়ে বাসুপাড়া ইউনিয়ন ও ভবানীগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়ে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। খোজ নিয়ে জানা গেছে, বাগমারার পশ্চিম নাককাটি বিলের দখল নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলে আসছে । সম্প্রতি এই বিলের দখল ও মাছ চাষকে কেন্দ্র করে বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান ও তারই শীর্ষ প্রতিপক্ষ জাবের আলীর মধ্যে পাল্টাপাল্টি মামলা হামলার ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষে বাগমারা থানা ও রাজশাহীর আদালতে একাধিক মামলা দায়ের হয়। এসব মামলায় চলতি মাসের ২১ জানুয়ারী জাবের আলী তার ৬ সহযোগি সহ এবং দুই দিন পর লুৎফর রহমান তার ৫ সহযোগিকে গ্রেফতার করে পুলিশ। এদের গ্রেফতারে এলাকায় সাময়িক শান্তি ফিরে আসলেও আবার সেই শান্তিময় পরিবেশ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে তাদের পালিত ক্যাডার বাহিনীর হুমকির কারণে। দুই বাহিনীর প্রধানের অনুপস্থিতিতে বিলের দখল ও মাছের টাকার ভাগ নিয়ে তাদের উত্তরসূরী ক্যাডাররা বিল এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা অব্যাহত রেখেছে বলে এলাকার লোকজন জানান। তারা বলেন, এই বিলে প্রতিবছর মাছ বিক্রি থেকে কোটি কোটি টাকা আয় হয়। আর টাকার সিংহ ভাগ(৮০ থেকে ৯০ ভাগ) আত্মসাত হয়ে যায়। আর বাকী ১০ ভাগ বা তারও কম টাকা তিনশ’র অধিক শোয়ার হোল্ডারের মাঝে নামমাত্র বিলি করা হয়। বিলের এই টাকা আত্মসাত ও তার প্রতিবাদ করা নিয়ে তৈরি হয় গ্রুপিং ও ক্যাডার লালন পালন। এলাকার লোকজন আরো জানান, পশ্চিম নাককাটি বিলে মাছ চাষ চাষের নামে লুৎফর সেখানে গড়ে তুলে পেটুয়া বাহিনী। এই বাহিনী দিয়ে সে বিল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম এবং বিলের উপর্জিত অর্থ আত্মসাত করতে থাকে। তার এই অন্যায় কাজের প্রতিবাদ করায় সে জাবেরের নামে মিথ্যা মামলা দেয় এবং সন্ত্রাসী দিয়ে তার বাড়িঘরে ভাংচুর চালায়। শুধু বিল এলাকায় মাছে চাষের নামে দখল বানিজ্য ও অর্থআত্মসাতই নয় লুৎফর এলাকার বেশ কিছু শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকুরী দেওয়ার নাম করে এবং বিদ্যুত দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এলাকাবাসী সঠিক তদন্ত করে লুৎফর চেয়ারম্যানের এসব অন্যায় দূর্নীতির সুষ্ঠ বিচার দাবী করেছেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক(এসআই) সৌরভ কুমার চন্দ জানান, লুৎফরের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তে গুরুত্বপূর্ন অনেক তথ্য পাওয়া গেছে। আরো অধিকতর তদন্ত ও গুরুত্বপূর্ন তথ্যের জন্য লুৎফর সহ ৫ আসামীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

দেখা হয়েছে: 304
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪