|

আটোয়ারীতে একদিনে ৫টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

প্রকাশিতঃ ৮:৪২ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৬, ২০২৩

আটোয়ারীতে একদিনে ৫টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)পঞ্চগড়ের আওতায় আটোয়ারী উপজেলায় একদিনে পৃথক পৃথকভাবে ৫টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর) দুপুর হতে বিকাল পর্যন্ত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান ফলক উম্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উপজেলা প্রকৌশলীর দেওয়া তথ্যমতে সড়কগুলো হলো : বলরামপুর ইউনিয়নে কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়-কামারপাড়া হাট, ২০০০ মিটার, চুক্তিমূল্য: ২,১২,৯৭,৯৬৬/-টাকা। বলরামপুর ইউপি – রাণীগঞ্জ হাট, ২০০০ মিটার, চুক্তিমূল্য: ২,১৩,৩৫,৩৩১/- টাকা। উপজেলা হেডকোয়ার্টার: প্রাণি সম্পদ হাসপাতাল- রামনাথ হাট জিসি ভায়া রাখালদেবী হাট ,২৩৯০ মিটার, চুক্তিমূল্য: ৩,১৬,২৯,৯৪৪/-টাকা। আলোয়াখোয়া ইউপি – বড় সিংগীয়া ভায়া ডুংডুংগীর হাট, ১৫০০ মিটার, চক্তিমূল্য : ১,৪১,৮৫,৮৩৭/- টাকা এবং ধামোর ইউপি – দলুয়া হাট ভায়া পুরাতন আটোয়ারী হাট, ২০০০ মিটার, চুক্তিমূল্য : ২,৬৪,১৬,০৯৭/- টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এ কাজগুলো বাস্তবায়ন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান বলেন, বাংলাদেশকে উন্নত করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

দেখা হয়েছে: 92
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪