|

আটোয়ারীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক

প্রকাশিতঃ ১০:১৪ অপরাহ্ন | জানুয়ারী ১৫, ২০২০

আটোয়ারীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন “তথ্য আপা”-প্রকল্প (পর্যায়-২) এর উঠান বৈঠক পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুমি আক্তার।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন’ বাল্য বিবাহ, নারী নির্যাতন যৌতুক, ইভটিজিং, মাদকদ্রব্য সহ সকল প্রকার সামাজিক অবক্ষয় রোধে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী মোঃ রাজিউর রহমান রাজু’ অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের সুবিধা নিতে সবার প্রতি আহবান জানান।

অন্যদের মধ্যে তথ্য আপা প্রকল্পের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা সহকারী কর্মকর্তা রওশন আরা রত্না, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক, কৃষি, চিকিৎসা সেবা সহ গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

দেখা হয়েছে: 554
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪