|

আটোয়ারীতে সোভা আদর্শ শিক্ষা নিকেতন-এর চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১০:২৮ অপরাহ্ন | ডিসেম্বর ১৭, ২০১৯

আটোয়ারীতে সোভা আদর্শ শিক্ষা নিকেতন-এর চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সোভা সংস্থা পরিচালিত শিক্ষা প্রকল্পের আওতায় ‘ সোভা আদর্শ শিক্ষা নিকেতন’ -এর বার্ষিক চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভ্যানু ব্যবহার করে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে কেজি, ২য় , ৩য় ও ৪র্থ শ্রেণির ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫জন অনুপস্থিত ছিল। সোভা সংস্থার নির্বাহী পরিচালক এম.এ মজিদ বলেন, সংস্থা কর্তৃক পরিচালিত ‘ সোভা আদর্শ শিক্ষা নিকেতন’ নামে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ও নতুন শিক্ষার্থীদের হাতে সরকারের দেয়া বিনামূল্যের বই ১লা জানুয়ারিতে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে। কেন্দ্র সচিব, সোভা সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মহেশ চন্দ্র বলেন, আজ বাংলা ও ইংরেজি বিষয়ে পরীক্ষা হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকা হতে পরীক্ষার্থীদের নিয়ে আসা অভিভাবকদের মনে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

দেখা হয়েছে: 485
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪