|

আদর্শ সামাদিয়ান এলামনাই এসোসিয়েশনের মতবিনিময়

প্রকাশিতঃ ১১:৩১ অপরাহ্ন | জানুয়ারী ২৪, ২০২০

আদর্শ সামাদিয়ান এলামনাই এসোসিয়েশনের মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর আদর্শ সামাদ এলামনাই এসোসিয়েশন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪জানুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার বিজয় নগরে আকরাম টাওয়ারের সুং গার্ডেনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এলামনাই এসোসিয়েশনের আহবায়ক, লক্ষ্মীপুর সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান সভার সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন (৭৭-ব্যাচ), অ্যাডভোকেট বেলায়েত হোসেন (৭৭-ব্যাচ), ডা. একেএম নুরুল আলম (৯০-ব্যাচ), মো. সোলাইমান (৯০-ব্যাচ), তারেক বিন মাসুদ (৯৩-ব্যাচ), সালমান হায়দার রাশেদ (৯৭-ব্যাচ), মুহাম্মদ শরিফ হোসেন (৯৮-ব্যাচ), আশিক-এ-এলাহী(৯৯-ব্যাচ), এম এ সাঈদ রিংকু (২০০০-ব্যাচ), অ্যাডভোকেট হিমেল রশিদ (২০০৭-ব্যাচ), ইকবাল মাহমুদ (২০০৮-ব্যাচ), তানভীর আহমেদ আজিম (২০১৫-ব্যাচ)।

সভার এক পর্যায়ে উপস্থিত ব্যক্তিবর্গের পক্ষ থেকে এলামনাই এসোসিয়েশনের আহবায়ক প্রফেসর মাইন উদ্দিন পাঠানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভা থেকে জানানো হয়, লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে। আদর্শ সামাদের পিছিয়ে থাকা শিক্ষার্থীদের এগিয়ে নেয়ার জন্য সংগঠনটি কাজ করে যাবে। পাশাপাশি আদর্শ সামাদের উন্নয়নেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপস্থিত ব্যক্তিবর্গ মনে করেন, আদর্শ সামাদ এলামনাই এসোসিয়েশনের মাধ্যমে সমগ্র লক্ষ্মীপুর জেলাকে আলোকিত করা সম্ভব হবে।

দেখা হয়েছে: 408
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪