|

আদিবাসী পাড়ায় চাঁদা চাইতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ

প্রকাশিতঃ ১২:৪১ পূর্বাহ্ন | নভেম্বর ২৩, ২০১৮

শামসুজ্জোহা বাবু, গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী পাড়ায় চাঁদা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে এ এস আই সহ পুলিশের দুই সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৭ টার দিকে গোদাগাড়ী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক ফারুক ও কনস্টেবল শাহাদাত হোসেন সাদা পোশাকে উপজেলার চকপাড়া আদিবাসী গ্রামে গিয়ে দেশি মদ তৈরির অভিযোগে চিকন মুরাীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে না চাইলে চিকন মুরারীকে আটকের ভয় দেখায়।

এ সময় গ্রামবাসী এ এস আই ফারুক ও কনস্টেবল শাহাদাত গনধোলাই দিয়ে আটকে রাখে। পরে গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে আদিবাসী পাড়া থেকে আটককৃত ফারুক ও কনস্টেবল শাহাদাতসহ মোটর সাইকেলটি উদ্ধার করে।

আদিবাসীরা জড়িত দুই পুলিশ সদস্যর শাস্তি দাবী করলে বিষয়টি উর্ধ্বোতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আদিবাসীদের আশ্বস্ত করা হয় পুলিশের পক্ষ থেকে।

আদিবাসীরা অভিযোগ করেন, নিজেরাই তৈরি করে দেশি মদ আদিবাসীর কিছু লোকজন খেয়ে থাকে। এর আগে আটকের ভয় দেখিয়ে আদিবাসী ভবেশের কাছ থেকে ১৪ হাজার টাকা নিয়ে যায় এ এস আই ফারুক। টাকা গুলো ভবেশের গরু বিক্রি করা।

এক সপ্তাহ পর বৃহস্পতিবার এ এস আই ফারুক ও কনস্টেবল শাহাদাত চাঁদা নিতে অআসলে আদিবাসীরা বিক্ষুদ্ভ হয়ে তাদের উপরে হামলা চালাই।

এ প্রসঙ্গে গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, জড়িত দুই পুলিশ সদস্যদের বিরুদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলা পুলিশ সুপারকে (এসপি) অবহিত করা হয়েছে।

দেখা হয়েছে: 541
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪