|

আবিরনগরে এখনও ত্রাণ পায়নি গৃহবন্দী কর্মহীন’রা

প্রকাশিতঃ ২:০৩ অপরাহ্ন | মার্চ ৩১, ২০২০

আবিরনগরে এখনও ত্রাণ পায়নি গৃহবন্দী কর্মহীন'রা

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামবাসী এখনও পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে কোনো ত্রাণ পায়নি। এতে মানবেতর জীবন কাটে গৃহবন্দী কর্মহীন মানুষ গুলো। এ গ্রামে প্রায় ৫’হাজার জনগণের বসবাস।

জেলার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হলেও এখন পর্যন্ত এ গ্রামে স্থানীয় সংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউকে দেখা যায়নি এ গ্রামে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগব্যবস্থা ফেসবুকে এসব দায়িত্বশীল ব্যক্তিরা ত্রাণ বিতরণের ছবি ভাইরাল হতেও দেখা গেছে।

লাহারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারী বলেন, কর্মহীন মানুষের নামের তালিকা করা হয়েছে। যেকোনো সময় ত্রাণ পৌঁছে যাবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন ও উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর মুঠোফোনে কল করেও কথা বলা সম্ভব হয়নি।

এদিকে জেলা প্রশাসক অঞ্জন চন্দ পাল বলেছেন তাঁর কার্যালয়ে পাঠালে অসহায়দের খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হবে।

দেখা হয়েছে: 330
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪