|

মুক্তিযোদ্ধের সংগঠক এড. আব্দুর রাজ্জাক ভুঁইয়ার ইন্তেকাল

প্রকাশিতঃ ৭:৪৯ অপরাহ্ন | ডিসেম্বর ১৬, ২০১৯

মুক্তিযোদ্ধের সংগঠক এড. আব্দুর রাজ্জাক ভূঞার ইন্তকাল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধর সংগঠক আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট আব্দুর রাজ্জক ভুঁইয়া (৭৮) সোমবার সকাল ৬.৪৫ মিনিটে ময়মনসিংহ বিভাগীয় শহরে ভাটিকাশরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

তিনি চার ছেলে, দুই মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর ভাটিকাশর মসজিদে, বাদ আছর ঈশ্বরগঞ্জ বড় জামে মসজিদে ও বাদ মাগরিব তারটি গ্রামে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে ঈশ্বরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

তিনি স্বাধীনতা উত্তরকালে আওয়ামীলীগ ঈশ্বরগঞ্জ থানার সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তিতে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হন এবং দীর্ঘদিন এই দায়িত্ব পালন করেন। ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতিসহ মাইজবাগ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

ঈশ্বরগঞ্জ বড় জামে মসজিদে জানাযা পূর্ব আলোচনায় স্মৃতিচারণ করেন বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন উত্তর জেলা বিএপির সিঃ যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মালেক উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল সাবেক মেয়র হাবিবুর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কনসালটেন্ট সাবেক ছাত্রনেতা ডাঃ খুরশেদ আলম ভূঞা জুয়েল জেলা যুবদল সভাপতি শামছুল হক শামছু সাবেক সভাপতি কামরুজ্জামান লিটন জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি ফরিদ উদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম জিকু সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি মরহুমের বড় ছেলে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভূঞা হিরা প্রমূখ।

জানাযা নামাজে ঈশ্বরগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি আইনজীবীসহ নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

দেখা হয়েছে: 348
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪