|

আমরা মানুষের মুখ দেখে নয় সমস্যা দেখে সাহায্য করি—সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিতঃ ১১:৫২ অপরাহ্ন | জুন ০৪, ২০১৮

আমরা মানুষের মুখ দেখে নয় সমস্যা দেখে সাহায্য করি---সংস্কৃতিমন্ত্রী

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেছেন,‘আমরা মানুষের মুখ দেখে সাহায্য করিনা। মানুষের সমস্যা দেখে সাহায্য করি। একারণে দেশে এতো উন্নয়ন হচ্ছে। মাটির রাস্তা এখন পাকা হয়েছে, উন্নতি হয়েছে যোগাযোগ ব্যবস্থার, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরের উন্নতি হয়েছে। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আয় বেড়েছে মানুষের, বিদ্যুৎ পৌঁছে মানুষের ঘরে ঘরে।

তিনি আরও বলেন, নীলফামারী সদর উপজেলায় চলতি জুনের মধ্যে শতভাগ বাড়িতে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে।’
রবিবার (৩ জুন) দুপুরের দিকে উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের নতিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন,‘আমি কারো সমালোচনা করতে চাই না। চারদলীয় জোট (বিএনপি) যখন ক্ষমতায় ছিল, তাদের সময়ে কি উন্নয়ন হয়েছে, আপনারা নিজের বিবেকের সাথে চিন্তা করলেই মিলাতে পারবেন। তাদের সরকারের আমলে কয়টা রাস্তা-ঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ ছিল, আর এখন কতটা আছে।

মন্ত্রী বলেন, তারা লুটপাটের রাজনীতি করেছে। তারা তাদের পকেট ভারী করছে। বর্তমান সরকারের সময় টিআর-কাবিখা আপনারা দেখছেন এবং পাচ্ছেন, শতভাগ কাজও হচ্ছে। তাদের সময়েও টিআর কাবিখা, কাবিটা আসতো সেটি আপনারা কেউ চোখে দেখেননি।’

পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী এসএম হাসনাত হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী এসএম হাসনাত হাসান জানান, ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এই ইউনিয়নের নতিবাড়ি, কাঞ্চনপাড়া, দক্ষিণ চওড়া গ্রামে ১২ দশমিক ১ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মান করা হয়।

সেখান থেকে এসব গ্রামের ৬৩৯টি পরিবারে মধ্যে বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে। আজ রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে ৩৮৮ পরিবারের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়।

দেখা হয়েছে: 584
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪