|

আমি পরিচালক, তোমার শরীর দেখতে পারি

প্রকাশিতঃ ৮:০৩ অপরাহ্ন | অক্টোবর ১৬, ২০১৮

আমি পরিচালক, তোমার শরীর দেখতে পারি

বিনোদন বার্তাঃ

বলিউড অভিনেত্রী সালোনি চোপড়া, র‍্যাচেল হোয়াইট ও মন্দানা করিমির পর এবার পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনলেন সিমরন সুরি। এর আগে জ্যেষ্ঠ অভিনেত্রী বিপাশা বসুও সাজিদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

গত মাসে সাবেক ভারতসুন্দরী ও বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি আইটেম গানের শুটিং চলাকালে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার তাঁকে যৌন হেনস্তা করেন। এর পরই বলিউডজুড়ে শুরু হয় ‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন’।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে অভিনেত্রী সিমরন সুরি এক টুইটে অভিযোগ করেন, ‘হিম্মতওয়ালা’ ছবির জন্য অডিশন দেওয়ার সময় পরিচালক সাজিদ খান তাঁকে পোশাক খুলতে বলেছিলেন। ওই সময় তিনি অন্তর্জামা (স্যান্ডো) পরেছিলেন। সিমরন বলেন, “সাজিদ বলেছিলেন, ‘দেখ, আমার শরীর খুব ভালো।’

ইন্ডিয়ান এক্সপ্রেসকে সিমরন সুরি বলেন, “আমি বিস্মিত হয়েছিলাম, একটি পেশাদার মিটিংয়ে কেন এই ভদ্রলোক স্যান্ডো পরেছেন! সত্যিই অদ্ভুত লেগেছিল। কিছুক্ষণ পর, তিনি আমাকে পোশাক খুলতে বলেন। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি বলেন, ‘আমি পরিচালক। আমাকে তোমার শরীর দেখতে হবে।”

কিছুদিন আগে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন অভিনেত্রী মন্দানা করিমি। ভারতের একটি শীর্ষ দৈনিককে করিমি বলেন, ২০১৪ সালে ‘হামসকলস’ ছবির একটি চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিতে সাজিদের অফিসে যান তিনি। সে সময় তাঁর সঙ্গে অসদাচরণ করেছিলেন।

মন্দানা করিমি বলেন, “‘হামসকলস’ ছবির জন্য সাজিদ খানের সঙ্গে কথা হচ্ছিল। আমার ম্যানেজার ও আমি তাঁর অফিসে গিয়েছিলাম। প্রযোজক বাসু ভাগনানির সঙ্গে আলাপের পর আমি সাজিদের রুমে যাই, তখন তিনি বলেন, ‘সুন্দর ছবি, কিন্তু তোমাকে কাপড় খুলতে হবে। দেখে যদি আমার পছন্দ হয়, তবেই তুমি পার্টটি পাবে।’”

সাংবাদিক কারিশমা উপাধ্যায়ও পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। অভিনেত্রী বিপাশা বসুও সাজিদ খানের বিরুদ্ধে ‘নারীর প্রতি রূঢ় আচরণ ও নোংরা কৌতুকের’ অভিযোগ আনেন।

এদিকে, যৌন হেনস্তার অভিযোগের পর ‘হাউসফুল-৪’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন সাজিদ খান। কিছুদিন আগে এ ছবির শুটিং শুরু হয়। ‘হাউসফুল-৪’ থেকে সরে দাঁড়িয়েছেন নানা পাটেকারও, যাঁর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছিলেন তনুশ্রী দত্ত। এ ছাড়া অক্ষয় কুমার এ ছবির শুটিং বাতিল করেছেন।

‘হাউসফুল-৪’ ছবির পরিচালক হিসেবে সাজিদ খানের পরিবর্তে ফরহাদ সামজির নাম ঘোষণা করা হয়েছে। সূত্র : বলিউড বাবল

দেখা হয়েছে: 633
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪