|

আশার মাঝে বেঁচে থাকার সংগ্রাম বাগমারার রিমনের

প্রকাশিতঃ ৮:২৯ অপরাহ্ন | ডিসেম্বর ১৭, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে:
জীবন প্রদীপ বুঝি যায় নিভে যায় তবুও আশা ফুরোয় না। নিরন্তর বেঁচে থাকার সংগ্রম আর রক্ত সংগ্রহের জন্য মানুষের হাতে পায়ে ধরে আকুতি জানানো। এমনি দূর্বিসহ জীবনের নিভু নিভু প্রদীপ কোন মতে জ¦ালিয়ে বেঁচে থাকার অবিরাম সংগ্রম চালিয়ে যাচ্ছে রিমন। তার জীবন নামের রেলগাড়ী কোয়ায় গিয়ে থামবে তা বিধাতা ছাড়া কেউ জানে না। এমনি করুন জীবন নিয়ে অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছে পঞ্চম শ্রেণির ছাত্র রিমন। সে রাজশাহীর বাগমারা উপজেলার হলুদঘর প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর পিএসসি পরীক্ষা দিয়েছে। তবে শেষ দুটো পরীক্ষার সময় মারাত্বক অসুস্থ হয়ে পড়ায় শেষ করতে পারেনি পরীক্ষা। উপজেলার মাড়িয়া ইউনিয়নের বড়মাড়িয়া গ্রামের এরশাদ আলীর বড় ছেলে রিমন জন্মগত ভাবেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রতিমাসে বেঁচে থাকার জন্য ওর এক ব্যাগ ও-পজেটিভ রক্তের প্রয়োজন হয়। দরিদ্র পিতামাতার কাছে এই রক্ত সংগ্রহ যেন সোনার হরিণ সংগ্রহ। একমাত্র মাথা গোঁজার ঠাঁই বসতবাড়ি ছাড়া সবই বিক্রি করতে হয়েছে ছেলের চিকিৎসার জন্য। ডাক্তার বলেছে আঠারো বছর হলে এই রোগ সারার একটা সম্ভাবনা আছে। তবে সে পর্যন্ত রিমন বাঁচবে কিনা তা বিধাতার হাত। তবে ৫ম শ্রেণি পর্যন্ত খাইয়ে পড়িয়ে ওকে বাঁচিয়ে রেখেছে ওর দরিদ্র পিতা মাতা। এই বাঁচার সংগ্রামে রিমনকে ধরতে হয়েছে পিতার হাল। বাড়ি বাড়ি গিয়ে কলা সংগ্রহ করে তা হাটে নিয়ে বিক্রি করা। ছেলের চিকিৎসায় নিঃস্ব এরশাদ আলী মাস তিনেক আগে ধার দেনা করে সৌদি আরব পাড়ি জমিয়েছেন। তবে সেখানে এখনও তার ভাল কাজ জুটেনি। কোন রকম খেয়ে পড়ে টিকে আছে প্রবাস জীবনে। হয়ত ভাল কাজ জুটবে । খেয়ে পড়ে কিছু টাকা দেশে পাঠাতে পারবে এই আশায় বুক বেঁধে আছে এরশাদ আলী। রিমনের ছোট ভাই রিফাত ২য় শ্রেণির ছাত্র। বাবা মায়ের আশা এই ছেলেকে নিয়ে। তবে রিমনকে নিয়ে তারা আশা ছাড়েনি। ডাক্তার বলেছে ১৮ বছরের কথা। তখন হয়ত রোগ সারবে। রিমন ফিরে পাবে স্বাভাবিক জীবন। এমনি মরিচীকাময় হয়ে দুলছে রিমনের জীবন। হলুদঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী জানান, রিমন খুবই মেধাবী ছাত্র। ক্লাসে তার রোল দুই। থ্যালাসেমিয়ার মত দূরারোগ্য রোগে আক্রান্তের কারণে স্কুলের সকল শিক্ষকই তার প্রতি বিশেষ নজর দিয়ে থাকেন। তবে রক্ত সংগ্রহ করতে তারাও হিমসিম খান। গ্রাম্য জনপদে কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ থাকায় অনেকের ও-পজিটিভ রক্ত থাকার পরেও দিতে আগ্রহী হয় না। এভাবে প্রায় দুই মাস এক নাগাড়ে রক্ত হীন থাকায় গত পিএসসি’র ইসলাম ধর্ম পরীক্ষার দিন হলের ভিতর রিমন খুবই অসুস্থ হয়ে পড়ায় আর পরীক্ষা শেষ করতে পারেনি। পাশ্ববর্তী বান্দাইখাড়া প্রাথমিক বিদ্যালয়ের আরেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার জানান, রিমনের কষ্টের কথা জানার পর এবং তার রক্তের গ্রুপ ও-পজিটিভ হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে চার মাস পর পর রিমনকে এক ব্যাগ রক্ত দিয়ে আসছেন। বাকি তিন মাসের জন্য তার বন্ধু বান্ধব সহ অনেকের কাছে অনুয় বিনয় করে রক্ত সংগ্রহ করে দেন। কিন্তু সেখানেও সমস্যা থেকে যায়। সময় মত এই রক্ত সংগ্রহ হয়ে ওঠে না। তখন রিমনের মাকে ছুটতে হয় রাজশাহী মেডিকলে। সেখানে তার ভিন্ন রক্তের গ্রুপ ম্যাচিং করে রিমনের শরীরে প্রবেশ করানো হয়। এভাবে রক্ত দিয়ে রিমনের মায়ের শরীরও এখন নাজেহাল। ভবানীগঞ্জ বাজারের কলা বিক্রেতা রহিম বক্্র, আজিবর সহ ৫/৬ জন ফল বিক্রেতারা জানান, ক্ষুদে ব্যবসায়ী এবং অসুস্থ হওয়ায় বাজারের সবাই রিমনকে স্নেহ করলেও রক্ত দেওয়ার ব্যাপারে তারাও অনীহা প্রকাশ করেন। বিষয়টি অবগত করিয়ে মতামত জানতে চাইলে বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার ও উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ প্রায় একই অভিমত ব্যক্ত করে বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না । আপনাদের(সাংবাদিকদের) মাধ্যমে জানলাম। রিমনের চিকিৎসা ও লেখাপড়ার জন্য উপজেলা পরিষদ থেকে সম্ভাব্য সহযোগিতা করা হবে। এছাড়া সরকারি মেডিকেল বা অন্য কোন সোর্স থেকে বিনামূল্যে রক্ত পাওয়ার ব্যাপারেও আমরা চেষ্টা করব।

দেখা হয়েছে: 464
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪