|

ইবি’র ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত

প্রকাশিতঃ ৪:৪৯ অপরাহ্ন | নভেম্বর ১৩, ২০১৮

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ধর্মতত্ত অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মতত্ত অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা সমন্বয়কারী অধ্যাপক ড. আকবর হোসাইন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট এ ফলাফল হস্তান্তর করেন। পরে উপাচার্য আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, ‘এ’ ইউনিটের সমন্বয়কারী সদস্য অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, অধ্যাপক ড. লোকমান হোসেন, অধ্যাপক ড. মো. ময়নুল হক, অধ্যাপক ড. আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ৪ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১ম শিফটে ধর্মতত্ব অনুষদভূক্ত  ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১,৯৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে মোট ৫৩৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাশের হার ৩১.৪৬ শতাংশ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।

দেখা হয়েছে: 486
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪