|

ইরানে গত ২৪ ঘণ্টায় ১৪৪ জনের মৃত্যু

প্রকাশিতঃ ৮:৪৩ অপরাহ্ন | মার্চ ২৭, ২০২০

ইরানে গত ২৪ ঘণ্টায় ১৪৪ জনের মৃত্যু

অনলাইন বার্তাঃ করোনা ভাইরাসের মহামারিতে দেশে দেশে বেড়েই চলছে মৃতের সংখ্যা । করোনা ভাইরাসের যে সব দেশে তীব্র হানা দিয়েছে তাদের মধ্যে অন্যতম দেশ ইরান। এবার ইরানে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরো ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৭৮ জনে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর একটি টেলিভিশন কনফারেন্সে জানান, গত ২৪ ঘণ্টায় ইরানে ২ হাজার ৯২৬ জন কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত ইরানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৩২ জনে। তবে এর মধ্যে এখন পর্যন্ত ১১ হাজার ১৩৩ জন ভাইরাসটির সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে উঠেছেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে ৫ লাখ ৩১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৫৪ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার জন।

দেখা হয়েছে: 354
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪