|

ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে পুরস্কৃত

প্রকাশিতঃ ৪:৩৯ অপরাহ্ন | মে ০৬, ২০২৩

ওসি মুহাম্মদ মাজেদুর রহমান

নিজস্ব প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে পুরস্কৃত হয়েছেন। গত বৃহস্পতিবার (৪ মে) দুপুরে জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মুহাম্মদ মাজেদুর রহমানকে জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে ঘোষণা করা হয়।

এসপি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে গত মার্চ মাসের জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মুহাম্মদ মাজেদুর রহমানকে পুরস্কৃত করা হয়।

এছাড়া শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুরস্কৃত করা হয় জামালপুর থানার এসআই ইশতিয়াক আহমেদকে। শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন মেলান্দহ থানার এএসআই আলী হোসেন। অপরদিকে, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অপরাধ শাখা, সিডিএমএস শাখা, এলআইসি শাখা, কমিউনিটি ও বিট পুলিশিং শাখাকে পুরস্কৃত করা হয়।

সভায় এসপি নাছির উদ্দিন আহমেদ জেলার সবগুলো থানার ওসিদের উদ্দেশে থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ প্রদান করেন। আগামী কুরবানির ঈদ সামনে রেখে গুরু চুরি রোধ ও গুরু খামারিদের নিরাপত্তা প্রদানে বিশেষ দিক নির্দেশনাও দেন তিনি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্ককারপ্রাপ্ত মুহাম্মদ মাজেদুর রহমান ২০২১ সালের ১১ এপ্রিল ইসলামপুর থানায় যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ীতে।

ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘ওসি স্যার দক্ষ ও প্রজ্ঞাবান একজন কর্মকর্তা। গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে স্যার নিজেই মাঠ পর্যায়ে কাজ করেন। যেকোনো সমস্যা আন্তরিকতার সঙ্গে আমাদের সমাধান করে দেন তিনি।’

এসআই তারেক আহমেদ বলেন, ‘মাজেদুর রহমান স্যার নিঃসন্দেহে একজন সহকর্মী বান্ধব অফিসার। পুলিশং কাজে জটিল যেকোনো বিষয় সমাধান করতে সব সময় তিনি সচেষ্ট থাকেন।’

এসআই দেলোয়ার হোসেন বলেন, ‘ওসি হিসেবে স্যারের তুলনা হয় না। তাঁর অমায়িক ব্যবহার। আমরা স্যারের উত্তরোত্তর উন্নতি কামনা করি।’

এসআই আক্রাম হোসেন বলেন, ‘কর্মদক্ষতা একদিন নিশ্চয় স্যারকে চাকরি জীবনে পদন্নোতির শীর্ষে নিয়ে যাবে।’

এসআই সাইফুল ইসলাম বলেন, ‘জেলার শ্রেষ্ট ওসির হিসেবে মাজেদুর রহমান স্যার পুরস্কৃত হওয়ায় আমরা আনন্দিত।’

এসআই মাসুউদুর রহমান বলেন, ‘মাজেদুর রহমান স্যারের দিকনির্দেশনায় ইসলামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। আমরা স্যারের উন্নতি কামনা করি।’

ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীসহ এলাকার সবশ্রেণির মানুষের সহযোগিতার ফসল ‘জেলার শ্রেষ্ঠ ওসি’ হিসেবে পুরস্কৃত হওয়া। সেকারণেই এ পুরস্কার আমাদের সবার। পুলিশী সেবাসহ মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা সব সময় বদ্ধপরিকর।’

উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘ওসি মাজেদুর রহমান নিশ্চয় একজন ভালো পুলিশ অফিসার। তাঁর পুলিশী সেবা প্রশংসার দাবি রাখে।’

যমুনার মধ্যবর্তী সাপধরী মডেল ইউপি চেয়ারম্যান শাহাআলম মণ্ডল বলেন, ‘ওসি সাহেবের আন্তরিকতা এবং কর্মদক্ষতায় আইনশৃঙ্খলা অত্যন্ত ভালো। আমাদের দুর্গম এলাকায় মানুষ শান্তিতে বসবাস করতে পারছে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, ‘ওসি মাজেদুর রহমান সত্যিকার অর্থেই একজন সুদক্ষ পুলিশ অফিসার। তাঁর নেতৃত্ব যমুনার দুর্গম অঞ্চল ডাকাতিমুক্ত হয়েছে।’

দেখা হয়েছে: 27
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪